টানটান উত্তেজনা ও উন্মাদনায় ঠাঁসা ছিল মাদ্রিদ ডার্বি। ম্যাচে দর্শকদের তাণ্ডব, আক্রমণ-পাল্টা আক্রমণে হয়েছে রোমাঞ্চকর এক ম্যাচ। যেখানে জেতেনি কেউ। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে আটকে দিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ১-১ গোল ড্র করে মাঠ ছেড়েছে দু’দল।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) অ্যাটলেটিকোর ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কোনো দল। গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।
তবে বিরতি থেকে ফিরে গোলের দেখা পায় রিয়াল। ম্যাচের ৬৪ মিনিটে ডেড লক ভাঙেন এডার মিলিতাও। তার গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড পায় লস ব্লাঙ্কোরা। এর পরই বাধে বিপত্তি। গ্যালারি থেকে রিয়াল গোলরক্ষক কোর্তোয়াকে লক্ষ্য করে লাইটার ছুড়ে মারেন অ্যাথলেটিকো সমর্থকরা।
এতে প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকে। এরপর আবার খেলা শুরু হয়। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান কোররেয়া। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে দু’দল।
এই ড্রয়ে ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। ৪টি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।