দীর্ঘ এক মাসের সফরে পাকিস্তানে গেছেন বহুল আলোচিত ইসলামী বক্তা ডা. জাকির নায়েক। এ সময় তিনি পাকিস্তানের বিখ্যাত শহরগুলোতে তার বক্তব্য উপস্থাপন করবেন। এর মধ্যে রয়েছে করাচি, লাহোর ও ইসলামাবাদ।
গেল তিন দশকে এটি জাকির নায়েকের প্রথম পাকিস্তান সফর। এর আগে ১৯৯২ সালে তিনি পাকিস্তানে গিয়েছিলেন, সে সময় ভারতে ফেরত যাওয়ার আগে লাহোরে ইসলামিক বিশেষজ্ঞ ড. ইসরার আহমেদের সঙ্গে দেখা করেন।
ভারতীয় নাগরিক হলেও জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়াতে বসবাস করছেন। তার বিরুদ্ধে নিজ দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়াসহ বিভিন্ন ধরনের মামলা করা হয়েছে। এমনকি তার বিরুদ্ধে জঙ্গিবাদে উসকানির অভিযোগও তুলেছে ভারত সরকার। এবারের সফরে জাকির নায়েক ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছালে তাকে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং প্রধানমন্ত্রীর সহযোগী রানা মাশহুদ অভ্যর্থনা জানান। সফরকালে ডাক্তার নায়েক ৫ অক্টোবর করাচি অনুষ্ঠিতব্য এক জনসমাবেশে বক্তব্য রাখবেন। তারপর ১২ অক্টোবর লাহোরে এবং ১৯ অক্টোবর ইসলামাবাদে বক্তব্য দেবেন।
বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখা ছাড়াও তিনি পাকিস্তানের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে, জাকির নায়েক পাক সরকারের আমন্ত্রণে পাকিস্তান সফরে করেন এবং মাসব্যাপী সফরের সময় তাকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া হবে।