সাবেক স্বরাষ্ট্রসচিব মো. জাহাংগীর আলমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশ জানায়, ‘ডামি নির্বাচনের কারিগর’ জাহাংগীরকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সালের ২ নভেম্বর থেকে নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জাহাংগীর। তিনি এই পদে ছিলেন ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত। এই সময়ের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা’ডামি নির্বাচন’ হিসেবে পরিচিত পেয়েছে।
এরপর নির্বাচন কমিশন সচিব থেকে বদলি করে জাহাংগীরকে দায়িত্ব দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পুলিশ কর্মকর্তা ইকবাল যখন বলছিলেন, ‘গুলি করি মরে একটা…বাকিডি যায় না স্যার’, তখনও সেখানে ছিলেন জাহাংগীর এবং তিনিও ভিডিওটি দেখছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তিনি স্বরাষ্ট্রসচিব ছিলেন। আন্দোলন দমনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে সহস্রাধিক মানুষ নিহত হন, আহত হন আরো হাজারো ছাত্র-জনতা।
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ১৪ আগস্ট বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় জাহাংগীরকে।