মৌলভীবাজারে র্যাবের হাতে সিরাজগঞ্জের সাবেক এমপি জান্নাত আরা হেনরি স্বামীসহ গ্রেপ্তার।
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকার দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলা ও হত্যাকান্ডের ঘটনায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি সিরাজগঞ্জ থানার এজাহারভুক্ত আসামী।
সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, সিরাজগঞ্জ থানায় ৩ মামলার এজাহারভুক্ত আসামী জান্নাত আরা হেনরি।
র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমান্ডার (সিনিয়র এএসপি) মোঃ নুরুন নবী মুঠোফোনে কথা বললে, তিনি জানান, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী লাবু তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করা হবে।