মুন্সীগঞ্জের সিরাজদীখান থানায় হামলা চালিয়া ভাঙচুরের ঘটনায় মামলায় রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মজিবর রহমানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে তাকে ৭ দিনের পুলিশ রিমান্ডসহ মুন্সীগঞ্জ আদালতে হাজির করা হলে মুন্সীগঞ্জের সিরাজদিখান আমলি আদালত-২ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহসিনা হোসেন টুষি আসামী মজিবর রহমানের রিমান্ড আবেদন না মঞ্জুর করে ৩ দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করেন।
এর আগে গেল সোমবার রাত ৩টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের চেয়ারম্যান মো.মজিবর রহমানের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রাজানগর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের মৃত মানিক ব্যাপারীর ছেলে এবং নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান।
জানাগেছে, গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে উত্তেজিত কয়েশ মানুষ ওইদিন বিকেল পৌনে ৪ টার দিকে সিরাজদীখান থানার মূল ফটকের সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করে। এ সময় উত্তেজিত জনতা থানার মূল ফটকের সামনে অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে থানার প্রধান গেট ভাংচুর করে থানার ভিতরে অবস্থান নেওয়ার চেষ্টা করে এবং পুলিশ সদস্যদের লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে থানার ভিতরে প্রবেশ করে পুলিশের উপর আক্রমনের প্রস্তুতি নিলে সাউন্ড গ্রেনেট ও গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিকাল পৌনে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত থানা ফটকে জড়ো হয়ে মোট ৩ দফা হামলার প্রস্তুতি নিলে ৩ দফা সাউন্ড গ্রেনেট ও গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে মো. শান্ত (৩০), শামীম (৩০) ও আশিক (৩০) নামে ৩ জন পুলিশের ছোড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর রক্তাক্ত আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় গত ২৭ আগষ্ট সিরাজদীখান থানার এসআই ইকবাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৪০০ থেকে ৪৫০ জন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে মোট ১৩ টি ধারায় একটি মামলা দায়ের করেন। যার নং-১৬।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রুজনতার অভ্যুত্থানের পর সিরাজদীখান থানায় হামলা ও ভাঙচুরের সাথে জড়িত থাকার তথ্যপ্রমাণ পেয়ে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সৈয়দ মিজানুর ইসলাম আসামীর রিমান্ড আবেদন না মঞ্জুর করে ৩ দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।