নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এ সমাবেশ আয়োজন করা হয়।
এই সমাবেশে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যমুক্ত দেশ গড়ো এই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।
এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডা. দিবালোক সিংহ। সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার।
এতে আরো বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা কমিটির সদস্য ও উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান সহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।
এই সমাবেশ থেকে বক্তারা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা চালু, আইনশৃঙ্খলা ফিরিয়ে এনে জনজীবনে শান্তি, সর্বত্র সম্প্রীতি রক্ষা,দুর্নীতি লুটপাট দখলদারিত্ব বন্ধ, বাজারের টাকা খেলাপি ঋণ আদায়,শ্রমিকের জাতীয় ন্যূনতম মজুরি, কৃষক ক্ষেতমজুরের স্বার্থে নীতি প্রণয়ন, সবার জন্য কর্মসংস্থান, স্বাস্থ্য-শিক্ষা নিশ্চয়তা,কালাকানুন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন প্রবর্তন, নির্বাচন ব্যবস্থার আমূল্য সংস্থারসহ গণতান্ত্রিক সংস্কারের আলোচনা শুরু, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও সাম্রাজ্যবাদী আধিপত্যবাদি আগ্রাসন রুখে দাঁড়ানোর দাবি তুলে ধরেন।