ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এই ম্যাচটি। সারা বছর দু’দলের এই ক্রিকেট যুদ্ধ দেখার অপেক্ষায় থাকে গোটা বিশ্ব। দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা সেই ম্যাচটি মাঠে গড়াতে যাচ্ছে আজ।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৪ টায়।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের যাত্রা অবশ্য সুখকর হয়নি। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ রানের বড় ব্যবধানে হেরেছে তারা। যা তাদের পয়েন্ট টেবিলের তলানিতে নিয়ে গেছে। অন্যদিকে নিজেদেরে প্রথম ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে তারা শ্রীলংকাকে হারিয়েছে ৩১ রানের ব্যবধানে। গ্রুপ এ তে পয়েন্ট টেবিলে পাকিস্তানের অবস্থান তৃতীয়।
এ ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে পাকিস্তান। তবে ভারতের মেয়েদের বিপক্ষে পেরে উঠা খুব একটা সহজ হবে না তাদের জন্য। কেননা, প্রথম ম্যাচে হারলেও এই ফরম্যাটে বেশ শক্তিশালী ভারত। তাছাড়া সেমির অন্যতম দাবিদারও তারা। তাই জমজমাট এক ম্যাচ দেখার অপেক্ষায় এখন ক্রিকেটপ্রেমীরা