প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলোচিত-সমালোচিত হয়েছিলেন রিয়া চক্রবর্তী। গ্রেপ্তার হয়ে কারাবাসও করতে হয়েছিল তাকে। এবার নতুন করে নেতিবাচক কারণে খবরের শিরোনামে এই বলিউড অভিনেত্রী। তার বিরুদ্ধে ৫০০ কোটি রুপি জালিয়াতির অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, একটি অ্যাপ নিয়ে সমস্যার সূত্রপাত। গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি রুপি খুইয়েছেন বলে অভিযোগ। এই অ্যাপের প্রচারও করেছেন রিয়া।
অর্থ বিনিয়োগসংক্রান্ত এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা, এমনই অভিযোগ। এই ঘটনাতেই রিয়াকে তলব করেছে দিল্লি পুলিশ।
তবে শুধু রিয়া নন। এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী ভারতী সিংহ, ইনফ্লুয়েন্সার এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। অনেক ব্যবহারকারীর অভিযোগ পেয়ে তৎপর হয়েছে পুলিশ।
এই অ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থ বিনিয়োগ করলে তা পরিমাণে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা। কিন্তু এমনটা হয়নি।
বরং কোটি কোটি রুপি খুইয়েছেন ব্যবহারকারীরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই অ্যাপ বাজারে এসেছিল।