কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের ৫ আগস্টের মত প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাটহাজারী উপজেলা পূজা উৎযাপন পরিষদের সঙ্গে সোমবার বিকেলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ থেকে স্বৈরাচারী পালিয়ে গেছে। বিগত সময়ে হাটহাজারীকে অশান্ত করার জন্য কিছু কুচক্রী মহল মন্দির ভাঙার মিথ্যা মামলা দিয়ে আমাদের অসংখ্য রাজনৈতিক ব্যক্তিকে কারাগারে আটক রেখেছিলেন। আসলেই তারা চেয়েছিলেন শান্ত হাটহাজারীকে অশান্ত করতে। কিন্তু এবার আর সফল হতে দিব না। ৫ আগস্ট যেভাবে প্রতিরোধ করা হয়েছে ঠিক সেভাবে বিশৃঙ্খলাকারীদের প্রতিরোধ করা হবে। এবারের দুর্গাপূজা হবে উৎসবমুখর।
পূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের ছাড় না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন।
এ সময় হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ রফিকুল আলম চৌধুরী,হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।