শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে প্রথমে ২৫২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর একই অভিযোগ তুলে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আরও ৫৯ জনকে। এ নিয়ে এখন রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত এসআইরা রয়েছেন আতঙ্কে। এতটা পথ পেরিয়ে আসার পর তাদের চাকরি টিকবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তায় তারা। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে নিয়োগের জন্য ৮২৩ জনকে চূড়ান্ত করে পাঠানো হয় সারদা পুলিশ একাডেমিতে। ৪০তম ব্যাচের ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ শেষ করে আগামী মাসেই তাদের চাকরিতে যোগদানের কথা ছিল।
জানা গেছে, শৃঙ্খলাভঙ্গের কারণ দেখিয়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত ২৫২ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়ার পর দুই দফায় নতুন করে ৫৯ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
পুলিশ একাডেমি সূত্র বলছে, গত সোমবার ও বৃহস্পতিবার ৫৯ জনকে শোকজ নোটিশ দেওয়া হয়। পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত পৃথক চিঠিতে সোমবার ১০ জনকে এবং বৃহস্পতিবার ৪৯ জনকে নোটিশ দেওয়া হয়। তিন দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। এদের সবাই ৪০তম ক্যাডেট-২০২৩ ব্যাচে প্রশিক্ষণরত ছিলেন।
এক এসআইকে পাঠানো কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, গত ২১ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চেমনি মেমোরিয়াল হলে আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারার ওপর প্রশিক্ষণরত ক্যাডেট এসআইদের ক্লাস ছিল। প্রশিক্ষণ চলাকালে পরিদর্শক পদমর্যাদার চারজন প্রশিক্ষক দেখতে পান, সিটে বসার সময় ওই এসআই শৃঙ্খলার সঙ্গে না বসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন।
পুলিশ পরিদর্শকগণ এসময় বারবার শৃঙ্খলার সাথে বসার নির্দেশ দিলেও আপনি নির্দেশ অমান্য করে হৈচৈ করেছেন। শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় পুলিশ পরিদর্শক রেজাউল করিম অধ্যক্ষ বরাবর লিখিত প্রতিবেদন দাখিল করেছেন। এর প্রেক্ষিতে ১৯৪৩ সালের পিআরবি বিধি মোতাবেক আপনাকে কেন চলমান মৌখিক প্রশিক্ষণ হতে অব্যাহতি প্রদান করা হবে না তার লিখিত ব্যাখ্যা ও কৈফিয়ত তলবনামা প্রাপ্তির তিন দিনের মধ্যে দাখিলের নির্দেশ প্রদান করা হলো।
প্রশিক্ষণ মাঠে নাস্তা নিয়ে হইচই করার কারণে সম্প্রতি ওই ব্যাচের ৭০৪ প্রশিক্ষণার্থীর মধ্যে ২৫২ জনকে শোকজ করা হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় গত ২২ অক্টোবর তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।