ডানহাতি ব্যাটার ডেভিড বেডিংহামকে বোল্ড করে দ্বিতীয় দিনের প্রথম সাফল্য এনে দিয়েছেন তাইজুল ইসলাম। তাইজুলের তৃতীয় শিকার হওয়ার আগে ৭৮ বলে ৫৯ রান করেন বেডিংহাম। ৯৮.২ ওভারের মাথায় ৩৮৬ রানে তৃতীয় হারায় দক্ষিণ আফ্রিকা।
নিজের পরের ওভারে এসে সেঞ্চুরিয়ান ডি জর্জিকেও বোল্ড করেন তাইজুল। প্রোটিয়া ইনিংসের পতন হওয়া চার উইকেটের চারটিই নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। সাজঘরের ফেরার আগে প্রোটিয়া ব্যাটারের উইলো থেকে আসে ২৬৯ বলে ১৭৭ রানে। এই ইনিংসে তিনি সাজিয়েছেন ১২ চার এবং ৪ ছক্কায়। সাগরিকার ব্যাটিং বান্ধব উইকেটের ফায়দা নিয়ে কীভাবে ইনিংস বড় করতে হয়, টাইগারদের জন্য উদাহরণ হয়ে থাকলেন ২৭ বছর বয়সি এই ওপেনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১০২ ওভার শেষে ৪ উইকেটে ৩৯১ রান। ক্রিজে আছেন কাইল ভেরেইন এবং রায়ান রিকেলটন।
প্রথম ইনিংসে এরইমধ্যে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ প্রায় ৪০০ রানের কাছাকাছি। হাতে আছে আরো ৬ উইকেট। সবমিলিয়ে দ্রুত উইকেট তুলতে না পারলে, এই সংগ্রহ চাপ বাড়াবে বাংলাদেশকে। মিরপুর টেস্টে ব্যাটাররা চিরচেনা কন্ডিশনেও নিজেদের মেলে ধরতে পারেনি।
একদিকে নড়বড়ে ব্যাটিং, অন্যদিকে প্রতিপক্ষের রানের পাহাড়। সাগরিকায় তাই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে নাজমুল হোসেন শান্ত বাহিনীর।