ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দীপাবলিতে আসছেন আয়ুষ্মান-রাশমিকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

ভারতীয় দুই জনপ্রিয় তারকা আয়ুষ্মান খুরান্না ও রাশমিকা মান্দানা জুটি বাঁধতে যাচ্ছেন। নতুন ছবির নাম ‘থামা।’ ভয়ংকর হরর গল্পের সিনেমার ঘোষণা এসেছে। আসছে ২০২৫ সালে দীপাবলিতে মুক্তি পাবে এটি। খবর : টাইমস অব ইন্ডিয়া

প্রযোজনা করবেন দীনেশ বিজন। তার প্রযোজনায় ‘স্ত্রী’ এবং ‘মুঞ্জ্যা’র মতো সফল সিনেমা নির্মিত হয়েছে। নতুন সিনেমাতেও চমক থাকবে বলে ধারণা।

‘থামা’ সিনেমাটি তারকা নির্ভর করতে চাইছেন পরিচালক আদিত্য সারপোতদার। এতে আয়ুষ্মান-রাশমিকা ছাড়াও প্রখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল এবং নওয়াজউদ্দিন সিদ্দিকীকেও দেখা যাবে।

দীনেশ বিজন সিনেমার একটি পোস্টার সামনে এনে বলেছেন, তাদের একটি প্রেমের গল্প দরকার ছিল। তবে দুর্ভাগ্যবশত, এটি একটি রক্তাক্ত ঘটনা। থামা ২০২৫ সালের দীপাবলিতে মুক্তি পাবে। এটি দর্শক একটি প্রেমের গল্পে রোমাঞ্চ এবং হাসির কিংবা ব্যতিক্রমি কিছু দেখতে পাবেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণার পর থেকেই নেটিজেনদের মাঝেও ব্যাপক উন্মাদনা দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, বলিউডে ভ্যাম্পায়ার সিনেমা হওয়া খুবই জরুরি। দীপাবলিতে এই সিনেমা সবচেয়ে বড় উপহার হতে যাচ্ছে আমাদের জন্য।

‘থামা’ চলচ্চিত্রটি শুরুতে ‘বিজয় নগরের ভ্যাম্পায়ার’ নামে নির্মাণের কথা ছিল।

দীপাবলিতে আসছেন আয়ুষ্মান-রাশমিকা

আপডেট সময় ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

ভারতীয় দুই জনপ্রিয় তারকা আয়ুষ্মান খুরান্না ও রাশমিকা মান্দানা জুটি বাঁধতে যাচ্ছেন। নতুন ছবির নাম ‘থামা।’ ভয়ংকর হরর গল্পের সিনেমার ঘোষণা এসেছে। আসছে ২০২৫ সালে দীপাবলিতে মুক্তি পাবে এটি। খবর : টাইমস অব ইন্ডিয়া

প্রযোজনা করবেন দীনেশ বিজন। তার প্রযোজনায় ‘স্ত্রী’ এবং ‘মুঞ্জ্যা’র মতো সফল সিনেমা নির্মিত হয়েছে। নতুন সিনেমাতেও চমক থাকবে বলে ধারণা।

‘থামা’ সিনেমাটি তারকা নির্ভর করতে চাইছেন পরিচালক আদিত্য সারপোতদার। এতে আয়ুষ্মান-রাশমিকা ছাড়াও প্রখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল এবং নওয়াজউদ্দিন সিদ্দিকীকেও দেখা যাবে।

দীনেশ বিজন সিনেমার একটি পোস্টার সামনে এনে বলেছেন, তাদের একটি প্রেমের গল্প দরকার ছিল। তবে দুর্ভাগ্যবশত, এটি একটি রক্তাক্ত ঘটনা। থামা ২০২৫ সালের দীপাবলিতে মুক্তি পাবে। এটি দর্শক একটি প্রেমের গল্পে রোমাঞ্চ এবং হাসির কিংবা ব্যতিক্রমি কিছু দেখতে পাবেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণার পর থেকেই নেটিজেনদের মাঝেও ব্যাপক উন্মাদনা দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, বলিউডে ভ্যাম্পায়ার সিনেমা হওয়া খুবই জরুরি। দীপাবলিতে এই সিনেমা সবচেয়ে বড় উপহার হতে যাচ্ছে আমাদের জন্য।

‘থামা’ চলচ্চিত্রটি শুরুতে ‘বিজয় নগরের ভ্যাম্পায়ার’ নামে নির্মাণের কথা ছিল।