সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে কাঁদিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেছে বাংলাদেশ। ফাইনালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে সাবিনা খাতুনের দল।
ফাইনালে বাংলাদেশের জয়সূচক গোলটি যার পা থেকে এসেছে সেই ঋতুপর্ণা চাকমা-ই হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ফাইনালের ৮১ মিনিটে বাম প্রান্ত দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করে বাংলাদেশকে শিরোপার আনন্দে ভাসান এই ফুটবলার। এছাড়া ফাইনালের ম্যাচসেরাও হয়েছেন তিনি।
অন্যদিকে গত আসরের মতো এবারও টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছেন রুপনা চাকমা। ফাইনাল ম্যাচের ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি।
অন্যান্য পুরস্কারের মধ্যে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড গেছে ভুটানের কাছে। টুর্নামেন্টের সবোর্চ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন ভুটানের ডেকি লাজোম। আসরে সাত গোল করেছেন তিনি।
এবারের সাফের সেরা যারা
ফেয়ার প্লে: ভুটান
সেরা গোলরক্ষক: রুপনা চাকমা (বাংলাদেশ)
সর্বোচ্চ গোলদাতা: ডেকি লাজোম (ভুটান)
সেরা খেলোয়াড়: ঋতুপর্ণা চাকমা (বাংলাদেশ)
ফাইনালের সেরা খেলোয়াড়: ঋতুপর্ণা চাকমা (বাংলাদেশ)