ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইয়াশ-তটিনীকে নিয়ে গুঞ্জন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

বিনোদন জগতের ছোটপর্দার অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নেটিজেনদের মাঝে গুঞ্জন।

যদিও সাম্প্রতিক নাটকগুলোতে এ দুজনকে নিয়ে নির্মাতারা একের পর এক জুটি বেঁধে কাজ করছেন, সেখানেই দর্শকদের নজর কাড়ে। এ ছাড়া কাজের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের একসঙ্গে উপস্থিতিতে বোঝা যায়, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ইয়াশ-তটিনী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবার সেই আগের মতো করেই দুজনকে একই চালচলনে মেতে উঠতে দেখা গেছে। এবারের বিষয়টি ছিল আরও খানিকটা আলাদা। প্রকাশ্যে ইয়াশ-তটিনী মেতে উঠলেন খুনসুটিতে। শুক্রবার রাতে ফেসবুকে একটি ছবি শেয়ার করেন ইয়াশ রোহান। ছবিতে দেখা যায়, এক করিডরে মুখোমুখি দাঁড়ানো ইয়াশ ও তটিনী। দুজনের হাতেই ফোন, তবে ইয়াশের নজর ছিল ফোনের দিকেই, আর তটিনীর নজর ছিল ইয়াশের দিকে।

ছবিটি তটিনীর প্রোফাইলের সঙ্গে জুড়ে দিয়ে ক্যাপশনে ইয়াশ লিখেছেন— ‘আনসোশ্যাল ফ্রেন্ড টু তানজিম সাইয়ারা-টটস’। শুধু কি তাই? একই ছবি নিজের প্রোফাইল থেকেও শেয়ার দেন তটিনী। সেখানে ইয়াশকে জুড়ে দিয়ে তটিনী লিখেছেন— ‘আনসোশ্যাল ফ্রেন্ড ইয়াশ রোহান’।

পর্দার জনপ্রিয় এই জুটির খুনসুটিতে বেশ আপ্লুত হয়ে পড়েন তাদের ভক্ত-অনুরাগীরা। একজন লিখেছেন—তোমাদের মতো হলে সামাজিক ও অসামাজিক বন্ধুরও সমীকরণ এক হতে পারে। আবার অন্য একজন লিখেছেন— বেশ মানিয়েছে আপনাদের, শুভকামনা। আরেকজন লিখেছেন— ‘টটস’ নামটা খুবই সুন্দর, কী দারুণ জুটি!

এর আগে নেটিজেনদের তীর নিশানায় ছিল ইয়াশ ও তটিনীর সম্পর্ক। ফেসবুকে তাদের দুজনের চালচলন মিলে যেত। এ ছাড়া নাটকে থাকা দৃশ্যগুলো টাইমলাইনে আলাদা করে প্রকাশ হতেই ছড়িয়ে যায় সন্দেহের তীর। সেই থেকে বিভিন্ন ধরনের মন্তব্য উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন ইঙ্গিতে ইয়াশ-তটিনীকে জানানো হয় শুভকামনা। চাউর হয় তাদের প্রেম— এমনকি বিয়ের জল্পনাও! যদিও বিষয়টি নিয়ে ভাবেন না ইয়াশ-তটিনীর কেউ-ই। যেমন তটিনী একবার বলেছিলেন— ইয়াশের সঙ্গে এই বন্ধুত্ব নাকি শুধু নাটকের সূত্রেই!

তবে নেটিজেনরা যে হার মানতে নারাজ। ইয়াশ-তটিনীর এই দাবিগুলো রীতিমতো উড়িয়ে দিচ্ছেন তারা। তারা ধরেই নিয়েছেন— ইয়াশ-তটিনী নিশ্চয়ই প্রেমের সম্পর্কে আছেন। তবে বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন তাদের ভক্ত-অনুরাগীরা। পর্দায় হোক কিংবা পর্দার বাইরে— জুটি হিসেবে এখন ইয়াশ-তটিনীই সেরা। সঙ্গে আগাম শুভবার্তা দিতেও ভোলেননি ভক্তরা।

ইয়াশ-তটিনীকে নিয়ে গুঞ্জন

আপডেট সময় ১১:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

বিনোদন জগতের ছোটপর্দার অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নেটিজেনদের মাঝে গুঞ্জন।

যদিও সাম্প্রতিক নাটকগুলোতে এ দুজনকে নিয়ে নির্মাতারা একের পর এক জুটি বেঁধে কাজ করছেন, সেখানেই দর্শকদের নজর কাড়ে। এ ছাড়া কাজের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের একসঙ্গে উপস্থিতিতে বোঝা যায়, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ইয়াশ-তটিনী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবার সেই আগের মতো করেই দুজনকে একই চালচলনে মেতে উঠতে দেখা গেছে। এবারের বিষয়টি ছিল আরও খানিকটা আলাদা। প্রকাশ্যে ইয়াশ-তটিনী মেতে উঠলেন খুনসুটিতে। শুক্রবার রাতে ফেসবুকে একটি ছবি শেয়ার করেন ইয়াশ রোহান। ছবিতে দেখা যায়, এক করিডরে মুখোমুখি দাঁড়ানো ইয়াশ ও তটিনী। দুজনের হাতেই ফোন, তবে ইয়াশের নজর ছিল ফোনের দিকেই, আর তটিনীর নজর ছিল ইয়াশের দিকে।

ছবিটি তটিনীর প্রোফাইলের সঙ্গে জুড়ে দিয়ে ক্যাপশনে ইয়াশ লিখেছেন— ‘আনসোশ্যাল ফ্রেন্ড টু তানজিম সাইয়ারা-টটস’। শুধু কি তাই? একই ছবি নিজের প্রোফাইল থেকেও শেয়ার দেন তটিনী। সেখানে ইয়াশকে জুড়ে দিয়ে তটিনী লিখেছেন— ‘আনসোশ্যাল ফ্রেন্ড ইয়াশ রোহান’।

পর্দার জনপ্রিয় এই জুটির খুনসুটিতে বেশ আপ্লুত হয়ে পড়েন তাদের ভক্ত-অনুরাগীরা। একজন লিখেছেন—তোমাদের মতো হলে সামাজিক ও অসামাজিক বন্ধুরও সমীকরণ এক হতে পারে। আবার অন্য একজন লিখেছেন— বেশ মানিয়েছে আপনাদের, শুভকামনা। আরেকজন লিখেছেন— ‘টটস’ নামটা খুবই সুন্দর, কী দারুণ জুটি!

এর আগে নেটিজেনদের তীর নিশানায় ছিল ইয়াশ ও তটিনীর সম্পর্ক। ফেসবুকে তাদের দুজনের চালচলন মিলে যেত। এ ছাড়া নাটকে থাকা দৃশ্যগুলো টাইমলাইনে আলাদা করে প্রকাশ হতেই ছড়িয়ে যায় সন্দেহের তীর। সেই থেকে বিভিন্ন ধরনের মন্তব্য উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন ইঙ্গিতে ইয়াশ-তটিনীকে জানানো হয় শুভকামনা। চাউর হয় তাদের প্রেম— এমনকি বিয়ের জল্পনাও! যদিও বিষয়টি নিয়ে ভাবেন না ইয়াশ-তটিনীর কেউ-ই। যেমন তটিনী একবার বলেছিলেন— ইয়াশের সঙ্গে এই বন্ধুত্ব নাকি শুধু নাটকের সূত্রেই!

তবে নেটিজেনরা যে হার মানতে নারাজ। ইয়াশ-তটিনীর এই দাবিগুলো রীতিমতো উড়িয়ে দিচ্ছেন তারা। তারা ধরেই নিয়েছেন— ইয়াশ-তটিনী নিশ্চয়ই প্রেমের সম্পর্কে আছেন। তবে বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন তাদের ভক্ত-অনুরাগীরা। পর্দায় হোক কিংবা পর্দার বাইরে— জুটি হিসেবে এখন ইয়াশ-তটিনীই সেরা। সঙ্গে আগাম শুভবার্তা দিতেও ভোলেননি ভক্তরা।