ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আর কোন সরকারকে জুলুমবাজ হতে দেয়া হবে না – রাষ্ট্র সংস্কার আন্দোলন Logo সব স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করলো সরকার Logo দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ Logo তৈরি পোশাক খাতে শক্তি রূপান্তরের নতুন চ্যালেঞ্জ Logo অন্তবর্তীকালীন সরকার বৈষম্যহীনের উদাহরণ সৃষ্টি করতে পারেনি: সাবেক এমপি মুজিবুর Logo আনোয়ারায় স্কুল ভবনের কাজ ফেলে ঠিকাদার উধাও Logo জিম্বাবুয়ের যে পেসারকে হুমকি মানছেন বাংলাদেশ কোচ Logo বাঁশখালী ইকোপার্কে দুর্ধর্ষ চুরি, ১৪দিন পর চোর গ্রেফতার Logo ক্রিকেট বিশ্বে ভবিষ্যতে আরেকটি ফ্যাবুলাস বলয় দেখতে যাচ্ছে: উইলিয়ামসন Logo নালিতাবাড়ীতে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
বাংলাদেশ ওয়ান হেলথের ক্ষেত্রে মডেল রাষ্ট্র

জুনেটিক ডিজিজ রোধে সহযোগিতা জোরদার করবে জাতিসংঘ

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশের একদিকে মিয়ানমার, অন্যদিকে ভারতের বিস্তীর্ণ সীমান্ত থাকায় পশু-পাখি দ্বারা জুনেটিক ডিজিজের ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া বাংলাদেশ ওয়ান হেলথের ক্ষেত্রে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। ব্লু ইকোনমি এবং ওয়ান হেলথ কার্যক্রমেও জাতিসংঘের সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করা প্রয়োজন।

আজ বুধবার বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে তার অফিসে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, দেশের জনগণের সুস্থতা নিশ্চিত করতে মৎস্য ও প্রাণিসম্পদ, পরিবেশ, কৃষিসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সমন্বিত কার্যক্রম গ্রহণে জাতিসংঘের সংশ্লিষ্ট অঙ্গসংগঠনসমূহ বাংলাদেশ সরকারকে আর্থিক ও টেকসই উন্নয়নে আরও সহযোগিতা করার সুযোগ রয়েছে।

জুনেটিক ডিজিজ থেকে বাংলাদেশকে রক্ষার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জাতিসংঘকে সহযোগিতার আহ্বান জানালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, জাতিসংঘ আন্তর্দেশীয় সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এ সমস্যা সমাধানে গৃহীত কার্যক্রমকে আরও জোরদার করবে।

সাক্ষাৎকারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামাল, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আর কোন সরকারকে জুলুমবাজ হতে দেয়া হবে না – রাষ্ট্র সংস্কার আন্দোলন

বাংলাদেশ ওয়ান হেলথের ক্ষেত্রে মডেল রাষ্ট্র

জুনেটিক ডিজিজ রোধে সহযোগিতা জোরদার করবে জাতিসংঘ

আপডেট সময় ০৮:০৭:০১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশের একদিকে মিয়ানমার, অন্যদিকে ভারতের বিস্তীর্ণ সীমান্ত থাকায় পশু-পাখি দ্বারা জুনেটিক ডিজিজের ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া বাংলাদেশ ওয়ান হেলথের ক্ষেত্রে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। ব্লু ইকোনমি এবং ওয়ান হেলথ কার্যক্রমেও জাতিসংঘের সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করা প্রয়োজন।

আজ বুধবার বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে তার অফিসে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, দেশের জনগণের সুস্থতা নিশ্চিত করতে মৎস্য ও প্রাণিসম্পদ, পরিবেশ, কৃষিসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সমন্বিত কার্যক্রম গ্রহণে জাতিসংঘের সংশ্লিষ্ট অঙ্গসংগঠনসমূহ বাংলাদেশ সরকারকে আর্থিক ও টেকসই উন্নয়নে আরও সহযোগিতা করার সুযোগ রয়েছে।

জুনেটিক ডিজিজ থেকে বাংলাদেশকে রক্ষার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জাতিসংঘকে সহযোগিতার আহ্বান জানালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, জাতিসংঘ আন্তর্দেশীয় সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এ সমস্যা সমাধানে গৃহীত কার্যক্রমকে আরও জোরদার করবে।

সাক্ষাৎকারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামাল, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান উপস্থিত ছিলেন।