হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর এলাকায় মূল সড়ক ঘেঁষা পলিথিন ভর্তি ময়লা আবর্জনার স্তুপ দেখা যায়।
কয়েকজন টোকাই পচা ময়লার স্তুপ থেকে ভাঙাচোরা প্লাস্টিক, পলিথিন, বোতল ইত্যাদি কুড়িয়ে নেয়ায় যেমন দূর্গন্ধ ছড়ায় তেমনি ময়লা গুলো রাস্তার উপর চলে আসছে। ফলে নষ্ট হচ্ছে রাস্তার স্বাভাবিক পরিবেশ এবং ছড়াচ্ছে বিভিন্ন রোগের উপসর্গ।
পথচারীদের দেখা যায়, নাকে রুমাল দিয়ে চলাচল করতে। কেউ কেউ হাত দিয়ে নাকমুখ চেপে ধরে চলাচল করছে। পচা ময়লা আবর্জনার দুর্গন্ধ বাতাসের সঙ্গে মিশে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে।
এই ব্যস্ততম রাস্তাটি যেন হয়ে উঠেছে চলমান ডাস্টবিন। আশেপাশের বাসাবাড়ির ভাড়াটিয়ারা ময়লা ফেলার স্থান হিসাবে বেছে নিয়েছেন রাস্তার একটি স্থানকে। যার কারণে পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছে প্রতিনিয়ত।
মানিকপুর গ্রামে রয়েছে স্বনামধন্য তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। একটি হিলাল উদ্দিন তালুকদার স্মৃতি কিন্ডারগার্টেন অপরটি মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ডাঃ মহিউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ। এই সব শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে দূরদূরান্ত থেকে মেধাবী শিক্ষার্থীরা এই রাস্তা ব্যবহার করেন।
তবে নতুন করে রাস্তাগুলো যদি ডাস্টবিনে পরিণত করা হয় তাহলে রেহাই কোথায়? এখানে আশেপাশের বাসাবাড়ির ভাড়াটিয়াদের ময়লা ফেলার জন্য কোনো ডাস্টবিনের ব্যবস্থা নেই। তাই সবাই রাস্তার পাশে ময়লা ফেলে স্তূপ বানিয়ে রেখেছেন।
স্হানীয় এক বাসিন্দা বলেন, এলাকায় শিল্প কারখানা গড়ে উঠায় দিনে দিনে বাড়ছে ভাড়াটিয়া। এসব ভাড়াটিয়ারা ময়লার ডাস্টবিন না থাকায় রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলে রাখেন। এ জন্য আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
আরেকজন বলেন, বাজার থেকে যাওয়া-আসা করার সময় ঐ স্হানে পৌঁছলে ময়লার দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। কোনো রকমে নাক-মুখ চেপে ধরে ময়লার স্তুপ পার হতে হয়। এসব পচা ময়লা আবর্জনার গন্ধের জন্য অনেকে অসুস্থও হয়ে পড়ছে।
পচা গন্ধে এখানকার পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে বলেও দাবী করেন এলাকাবাসী। কিন্তুু স্থানীয় জনপ্রতিনিধির কোন নজরদারি নাই। এলাকাবাসিরা বাসাবাড়ির মালিকরা এ বিষয়ে সচেতন হওয়া সহ ময়লা অপরসরণ করে এলাকার দুষণমুক্ত রাখতে উর্দ্ধতন কতৃপক্ষসহ জনপ্রতিনিধির সুদৃষ্টি কামনা করেন সচেতন মহল।