বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
শুক্রবার বাদ জুমা পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শতাধিক দলীয় নেতাকর্মী নিয়ে এসে তিনি কবর জিয়ারত শেষে পরিবারকে সান্ত্বনা দেন।
এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন। ভিপি নুর কবর জিয়ারত শেষে আবু সাঈদের বাড়ির আঙিনায় বসে বাবা, মা, ভাই-বোনকে সমবেদনা জানান।
তাৎক্ষণিক এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনি আমিন মোল্লা প্রমুখ।
তারা শহিদ আবু সাঈদের বীরত্বের প্রশংসা করে তার বাবা-মাকে উদ্দেশ করে বলেন, আবু সাঈদ নেই, আমরাই আপনাদের সন্তান। সারা দেশে ফ্যাসিবাদীর কবর রচিত হয়েছে। আবু সাঈদের আত্মদানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।
প্রতি শুক্র ও শনিবার আবু সাঈদের বাড়িতে সারাদেশ থেকে মানুষজন এসে কবর জিয়ারত ও তার পরিবারকে সান্ত্বনা দিয়ে থাকেন।