মোঃ আবুল হাছান। স্টাফ রিপোর্টার: একসাথে আমরা আমাদের স্বপ্ন গড়ি ও পথ অনেক আমরা সত্যের পথে এই স্লোগান দুটি কে বুকে ধারণ করে তারা বলেন ডেসটিনি-২০০০ লিমিটেড কান্ডারী এমডি রফিকুল আমীন স্যারের মুক্তি না হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকব এবং কাজ করে যাব আমরা এই ওয়াদা করেন বিনিয়োগকারীীগন। আজ শনিবার (১৮/০৩/২০২৩) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় ডেসটিনি-২০০০ লিমিটেড এর বিনিয়োগকারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোঃ আব্দুর রহিম এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামে শুরু হয়়। মোঃ জালাল উদ্দিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিনিয়োগকারী স্থানীয় স্কুলের শিক্ষক মোঃ শাহরিয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন ডেসটিনি-২০০০ লিমিটেডের পি এস ডি ও দৈনিক ডেসটিনির বর্তমান পরিচালনা কমিটির সচিব মোঃ আবুল হাছান। তিনি তার বক্তব্যে বলেন ডেসটিনি-২০০০ লিমিটেড এর ৪৫ লক্ষ বিনীয়োগকারী ও ক্রেতা-পরিবেশক সকলে চাতক পাখির মতো চেয়ে আছে কবে মাননীয়় ব্যবস্থাপনা আমাদের মাঝে ফিরে আসবেন। ইনশাহ আল্লাহ সেই দিন আর বেশী দূরে নয়। আপনারা জানেন ইতিমধ্যেই ডেসটিনি মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর মামলার রায় দিয়েছে গত ২০২২ সালের ১২ মে। যা ১বছর হতে চলেছে প্রায়। সেই সাথে ডেসটিন ট্রি প্লান্টেশন লিমিটেড এর মামলায় হাইকোর্টে থেকে মাননীয়় ব্যবস্থাপনা পরিচালক জামিন পাবেন। আমরা দৃঢ় কন্ঠে বলতেে আর কিছু দিনের মধ্যেই ১২ বছর পুর্ন হতে চলেছে। আমরা বিশ্বাস করি সত্যের জয় হবেই। কারন আমরা অপেক্ষায় আছি সেই দিনের জন্য যে দিন আমাদের প্রানপ্রিয় ব্যবস্থাপনা পরিচালক মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে এসে বিনিয়োগের টাকা ফিরিয়ে দিবেন ও আপনাদের নিয়ে ব্যবসা শুরু করবেন। আমাদের সকলের এখন একটাই কাজ একত্রিত থাকা ও যার যার অবস্থান থেকে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক কে সহযোগিতা করা। আপনারা জানেন আমাদের একটি জাতীয় দৈনিক পত্রিকা আছে এই পত্রিকাটি সম্পাদক মহোদয়ের পছন্দের একটি প্রতিষ্ঠান । দৈনিক ডেসটিনি ৪৫ লক্ষ মানুষের মুখপত্র হিসেবে কাজ করে। আমাদের উচিত এই পত্রিকাটি প্রথম স্থানে নিয়ে যাওয়ার জন্য সকলে মিলে কাজ করা।
বিশেষ অতিথি হেলাল খান টুটুল বলেন আমরা শুরু থেকে যেভাবে সকল প্রকার সাপোর্ট দিয়ে আসছি,স্যার বের হও আগ পর্যন্ত সেই সকল সাপোর্ট গুলা দিয়ে যাওয়া। আমাদের কাজ যার যার অবস্থান থেকে আমাদের সকল বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে এটা হোক মিডিয়া বা অন্য কোন প্রতিষ্ঠান।
মোঃ আরিফুল ইসলাম বলেন ডেসটিনি মানে হচ্ছে রফিকুল আমিন। আমরা সকলেই কাজ করছি এমডি স্যারের জন্য । এমডি স্যার মুক্ত হতে যতদিন সময় লাগবে আমরা সিরাজগঞ্জবাসী আমাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবো। এর জন্য আমাদের আরো যতদিন অপেক্ষা করতে হয় আমরা আছি আমরা বিশ্বাস করি এমডি স্যার আমাদের সাথে যে ওয়াদা করেছেন সকল ওয়াদা সময় মত পুরন করবেন ও বাস্তবায়ন করবেন। স্থানীয় বিনিয়োগকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাল হোসেন পবন,আজাদ আলী,আলমগীর হোসেন,জসিম উদ্দিন,আব্দুল কুদ্দুস,ইমরান হোসেন,আকুল হোসেন,মোঃ মাহবুবুর রহমান, এসএম রুহুল আমিন,জামিল হোসেন,আব্দুল কুদ্দুস,মাগফুর রহমান, শ্রী গোবিন্দ কর্মকার,মোঃ আব্দুল গনি, মোঃ কাইয়ুম, মোঃ আব্দুর রহিম সহ আরও অনেকে। মতবিনিময় সবার শেষে দৈনিক ডেসটিনি পত্রিকার তিনজন প্রতিনিধির মধ্যে পরিচয় পত্র বিতরণ করা হয়।