রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয় থেকে একজন আটক করেছেন স্থানীয়রা। তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সরকারবিরোধী প্রচারণার প্রমাণ পেয়েছেন তারা।
শনিবার সন্ধ্যায় তাকে আটক করেন স্থানীয় কয়েকজন যুবক। তবে তার সঙ্গে থাকা দুই ব্যক্তি পালিয়ে গেছেন। প্রাথমিকভাবে আটক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগের ‘এ’ টিমের সদস্য আটক ওই ব্যক্তি। তার মোবাইল ফোনের গ্যালারিতে সরকারবিরোধী বিভিন্ন পোস্টার পাওয়া গেছে। এ ছাড়া তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সরকারবিরোধী বিভিন্ন তৎপরতার প্রমাণও পাওয়া যায়। রোববার রাজধানীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে তারা হামলার পরিকল্পনা করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
তারা আরও বলেন, আওয়ামী লীগের ওই কর্মীকে আটকের পর তিনি দুই তিন লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দিতে বলেন।
অন্য আরেক যুবক বলেন, আওয়ামী লীগের ওই কর্মী ড. ইউনূসের ফাঁসি চেয়ে ফেসবুকে অনেক পোস্ট করেছেন। তাকে আটকের পর পল্টন থানায় জানানো হয়েছে। পুলিশ এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে আটক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে স্বীকার করে জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তিনি আওয়ামী লীগের কর্মসূচিতে আসেননি।