ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শেখ মুজিবের ছবি আর কোথাও দেখা যাবে না: উপদেষ্টা মাহফুজ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদষ্টো মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, যতদিন জুলাইয়ের চেতনা উজ্জীবিত থাকবে ততদিন শেখ মুজিবকে আর কোথাও দেখা যাবে না। সোমবার দুপুরে একটি ছবিসহ তার ভেরিফায়েড প্রোফাইলে ওই স্ট্যাটাস দেন। ১ ঘণ্টায় এই পোস্টে ১১ হাজারের বেশি রিয়েকশন পড়েছে। ওই সময়ে পোস্টটি প্রায় ১১শ মানুষ শেয়ার করেছেন। পোস্টে মাহফুজ আলম লিখেছেন, দরবার হল থেকে একাত্তর-পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে আমরা তার ছবি সরাতে পারিনি। এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী। কিন্তু যতদিন মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা উজ্জীবিত থাকবে ততদিন তাকে আর কোথাও দেখা যাবে না।

মাহফুজ আরও লিখেছেন, ‘৭২-এর অগণতানি্ত্রক সংবিধান থেকে দুর্ভিক্ষ, শত শত কোটি টাকা পাচার, ভিন্নমতাবলম্বী এবং বিরোধীদের বিচারবহিভূত হত্যা (‘৭২-৭৫, ২০০৯-২০২৪), শেখ মুজিব এবং তার মেয়ে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছে আওয়ামী লীগকে অবশ্যই তা স্বীকার করতে হবে এবং এর জন্য ক্ষমা চাইতে হবে। তারপর আমরা একাত্তর-পূর্ববর্তী শেখ মুজিবকে নিয়ে আলোচনা করতে পারি। ক্ষমা প্রার্থনা এবং ফ্যাসিস্টদের বিচারের আগে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই।

রোববার সন্ধ্যায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হন নতুন তিনজন উপদষ্টো। সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদের একজন মাহফুজ আলম।

তবে উপদষ্টো মাহফুজ আলমকে এখনো কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর উপজেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। এ ছাড়া ছাত্র সংগঠন গণতানি্ত্রক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসাবে ক্যাম্পাসে পরিচিত তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্রশক্তির নেতারাই ছিলেন শুরু থেকে। এর আগে ২৮ আগস্ট মো. মাহফুজ আলমকে প্রধান উপদষ্টোর বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

শেখ মুজিবের ছবি আর কোথাও দেখা যাবে না: উপদেষ্টা মাহফুজ

আপডেট সময় ১০:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের উপদষ্টো মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, যতদিন জুলাইয়ের চেতনা উজ্জীবিত থাকবে ততদিন শেখ মুজিবকে আর কোথাও দেখা যাবে না। সোমবার দুপুরে একটি ছবিসহ তার ভেরিফায়েড প্রোফাইলে ওই স্ট্যাটাস দেন। ১ ঘণ্টায় এই পোস্টে ১১ হাজারের বেশি রিয়েকশন পড়েছে। ওই সময়ে পোস্টটি প্রায় ১১শ মানুষ শেয়ার করেছেন। পোস্টে মাহফুজ আলম লিখেছেন, দরবার হল থেকে একাত্তর-পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে আমরা তার ছবি সরাতে পারিনি। এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী। কিন্তু যতদিন মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা উজ্জীবিত থাকবে ততদিন তাকে আর কোথাও দেখা যাবে না।

মাহফুজ আরও লিখেছেন, ‘৭২-এর অগণতানি্ত্রক সংবিধান থেকে দুর্ভিক্ষ, শত শত কোটি টাকা পাচার, ভিন্নমতাবলম্বী এবং বিরোধীদের বিচারবহিভূত হত্যা (‘৭২-৭৫, ২০০৯-২০২৪), শেখ মুজিব এবং তার মেয়ে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছে আওয়ামী লীগকে অবশ্যই তা স্বীকার করতে হবে এবং এর জন্য ক্ষমা চাইতে হবে। তারপর আমরা একাত্তর-পূর্ববর্তী শেখ মুজিবকে নিয়ে আলোচনা করতে পারি। ক্ষমা প্রার্থনা এবং ফ্যাসিস্টদের বিচারের আগে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই।

রোববার সন্ধ্যায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হন নতুন তিনজন উপদষ্টো। সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদের একজন মাহফুজ আলম।

তবে উপদষ্টো মাহফুজ আলমকে এখনো কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর উপজেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। এ ছাড়া ছাত্র সংগঠন গণতানি্ত্রক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসাবে ক্যাম্পাসে পরিচিত তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্রশক্তির নেতারাই ছিলেন শুরু থেকে। এর আগে ২৮ আগস্ট মো. মাহফুজ আলমকে প্রধান উপদষ্টোর বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।