ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গুরবাজের ব্যাটে ছুটছে আফগানিস্তান, চাপে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

আফগানিস্তানের রানতাড়ায় এখন মুখ্য চরিত্র ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। দলের অন্য ব্যাটাররা খুব একটা সমর্থন জোগাতে না পারলেও একাই লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। তার ব্যাটেই এখন সিরিজ জয়ের স্বপ্ন বুনছে আফগানিস্তান। সাদিকউল্লাহ, রহমত শাহ, হাশমতউল্লাহদের ফিরিয়েও তাই ঠিক স্বস্তিতে নেই বাংলাদেশ।

২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪১ রানে প্রথম উইকেট হারায় আফগানরা। অভিষিক্ত নাহিদ রানার গতিতে পরাস্ত হয়ে ১৪ রানে ফিরে যান সাদিকউল্লাহ আতাল। তিনে নেমে সুবিধা করতে পারেননি রহমত শাহ (৮)। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিও (৬) এদিন ব্যাট হাতে জাত চেনাতে পারেননি। তাদের দুজনকেই সাজঘরের পথ চিনিয়েছেন মোস্তাফিজুর রহমান।

তবে ওপেন করতে নেমে এখনো ক্রিজে রয়েছেন গুরবাজ। ৬০ বলে ফিফটি ছোঁয়ার পর এখন সেঞ্চুরির দিকে এগোচ্ছেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে ৩ উইকেটে ১৩৬ রান তুলেছে আফগানিস্তান। জয়ের জন্য তাদের আরও চাই ১০৯ রান। বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।

এর আগে সিরিজ নির্ধারণী ম্যাচে শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহর ৯৮ এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ৬৬ রানের ইনিংস দুটিতে চড়ে ২৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। আফগান বোলারদের মধ্যে ৩৭ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন আজমতউল্লাহ ওমরজাই।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ওয়ানডের একটি করে জিতেছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের এই তৃতীয় ও শেষ ওয়ানডে তাই এখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।

গুরবাজের ব্যাটে ছুটছে আফগানিস্তান, চাপে বাংলাদেশ

আপডেট সময় ১০:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

আফগানিস্তানের রানতাড়ায় এখন মুখ্য চরিত্র ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। দলের অন্য ব্যাটাররা খুব একটা সমর্থন জোগাতে না পারলেও একাই লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। তার ব্যাটেই এখন সিরিজ জয়ের স্বপ্ন বুনছে আফগানিস্তান। সাদিকউল্লাহ, রহমত শাহ, হাশমতউল্লাহদের ফিরিয়েও তাই ঠিক স্বস্তিতে নেই বাংলাদেশ।

২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪১ রানে প্রথম উইকেট হারায় আফগানরা। অভিষিক্ত নাহিদ রানার গতিতে পরাস্ত হয়ে ১৪ রানে ফিরে যান সাদিকউল্লাহ আতাল। তিনে নেমে সুবিধা করতে পারেননি রহমত শাহ (৮)। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিও (৬) এদিন ব্যাট হাতে জাত চেনাতে পারেননি। তাদের দুজনকেই সাজঘরের পথ চিনিয়েছেন মোস্তাফিজুর রহমান।

তবে ওপেন করতে নেমে এখনো ক্রিজে রয়েছেন গুরবাজ। ৬০ বলে ফিফটি ছোঁয়ার পর এখন সেঞ্চুরির দিকে এগোচ্ছেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে ৩ উইকেটে ১৩৬ রান তুলেছে আফগানিস্তান। জয়ের জন্য তাদের আরও চাই ১০৯ রান। বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।

এর আগে সিরিজ নির্ধারণী ম্যাচে শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহর ৯৮ এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ৬৬ রানের ইনিংস দুটিতে চড়ে ২৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। আফগান বোলারদের মধ্যে ৩৭ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন আজমতউল্লাহ ওমরজাই।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ওয়ানডের একটি করে জিতেছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের এই তৃতীয় ও শেষ ওয়ানডে তাই এখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।