সাতক্ষীরা তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেনসহ ২ জনকে আটক করেছে তালা থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযানে তালা বাজার থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, তালা বাজারের মৃত মীর আব্দুল মালেকের ছেলে মীর জাকির হোসেন (৫২) ও শাহাপুর গ্রামের শেখ ওহেদ আলীর ছেলে শেখ ইসহাক আলী (৫৫)। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে তালা থানা পুলিশ তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।
তালা থানার পুলিশ সুত্রে জানাযায়, গত ২৭ নভেম্বর জালালপুর ইউনিয়নে একটি চাঁদাবাজী মামলায় মীর জাকির হোসেন ও শাহাপুর গ্রামের শেখ ইসহাক আলীকে আটক করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান আটকের বিষয় নিশ্চিত করে বলেন, তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।