ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সভা মুলতবি

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নিরসনে ব্যর্থ আইসিসি

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল আজ শুক্রবার। হাইব্রিড মডেল নাকি এককভাবে পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তা চূড়ান্ত করতে আজ জরুরি বৈঠকে বসে আইসিসি।

ক্রিকেটভক্তরা মুখিয়ে ছিলেন, কী সিদ্ধান্ত আসে সভা থেকে। ভারত কি পাকিস্তানে যেতে রাজি হয় নাকি কিছু ম্যাচ পাকিস্তানের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের সিদ্ধান্ত হয়।

শেষমেশ যা খবর আসলো তাতে হতাশই হলেন ক্রিকেটপ্রেমীরা। ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নিরসন হলো না। আলোচনাও ফলপ্রসু হলো না। সমাধানে পৌঁছাতে ব্যর্থ হলো আইসিসি। এরপর বাধ্য হয়ে সভা মুলতবি করেছে বিশ্বক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

সভায় নিজের অবস্থানেই অনঢ় থাকে ভারত-পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি দ্বার্থহীন ভাষায় জানিয়ে দেন, হাইব্রিড মডেল গ্রহণ করবেন না তারা।

অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বক্তব্য, সরকার ক্রিকেটাদের পাকিস্তান যেতে অনুমতি দিচ্ছে না। সুতরাং হাইব্রিড মডেলেই করতে হবে আয়োজন।

দুই দেশের প্রতিনিধিদের বাকবিতণ্ডার মধ্যে আইসিসি জানায়, আজকের মতো সভা এখানেই শেষ। আগামীকাল আবার আলোচনা শুরু হবে। শনিবার অচলাস্থা ভাঙার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তাতেও যদি কাজ না হয়, শেষ পর্যন্ত ভোটাভুটিতে আসতে পারে সিদ্ধান্ত।

 

সভা মুলতবি

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নিরসনে ব্যর্থ আইসিসি

আপডেট সময় ০৭:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল আজ শুক্রবার। হাইব্রিড মডেল নাকি এককভাবে পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তা চূড়ান্ত করতে আজ জরুরি বৈঠকে বসে আইসিসি।

ক্রিকেটভক্তরা মুখিয়ে ছিলেন, কী সিদ্ধান্ত আসে সভা থেকে। ভারত কি পাকিস্তানে যেতে রাজি হয় নাকি কিছু ম্যাচ পাকিস্তানের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের সিদ্ধান্ত হয়।

শেষমেশ যা খবর আসলো তাতে হতাশই হলেন ক্রিকেটপ্রেমীরা। ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নিরসন হলো না। আলোচনাও ফলপ্রসু হলো না। সমাধানে পৌঁছাতে ব্যর্থ হলো আইসিসি। এরপর বাধ্য হয়ে সভা মুলতবি করেছে বিশ্বক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

সভায় নিজের অবস্থানেই অনঢ় থাকে ভারত-পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি দ্বার্থহীন ভাষায় জানিয়ে দেন, হাইব্রিড মডেল গ্রহণ করবেন না তারা।

অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বক্তব্য, সরকার ক্রিকেটাদের পাকিস্তান যেতে অনুমতি দিচ্ছে না। সুতরাং হাইব্রিড মডেলেই করতে হবে আয়োজন।

দুই দেশের প্রতিনিধিদের বাকবিতণ্ডার মধ্যে আইসিসি জানায়, আজকের মতো সভা এখানেই শেষ। আগামীকাল আবার আলোচনা শুরু হবে। শনিবার অচলাস্থা ভাঙার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তাতেও যদি কাজ না হয়, শেষ পর্যন্ত ভোটাভুটিতে আসতে পারে সিদ্ধান্ত।