কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গণসংবর্ধনা দিচ্ছেন এলাকাবাসী। শনিবার উপজেলা সদরের ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এক গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।
এতে উপজেলার ২২টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। ইতোপূর্বে উপদেষ্টার গণসংবর্ধনাকে সফল করতে স্থানীয় নাগরিকরা নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।
এদিকে উপদেষ্টার গণসংবর্ধনায় উপস্থিত থাকবেন বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাছাড়া সুশীল সমাজ ব্যবসায়ী শিক্ষকসহ নানা পেশাজীবী নেতারাও উপস্থিত থাকবেন।
জানা যায়, মুরাদনগর উপজেলার আকাবপুর গ্রামের কৃতীসন্তান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টার পদ পেয়েছেন। তাই তাকে নিয়ে রীতিমতো গর্ব করছে মুরাদনগরের সর্বস্তরের জনতা। শনিবার তাকে সংবর্ধনা দেওয়া এবং একনজর দেখার জন্য বিপুলসংখ্যক জনতা উপস্থিত হবেন।
এদিকে ওই উপদেষ্টার সংবর্ধনা সফল করার জন্য নিরাপত্তাসহ সার্বিক দিকগুলো খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন। এরই মাঝে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বিষয়গুলো মনিটরিং করছেন। তাছাড়া থানা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সার্বিক বিষয়গুলো তদারকি করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মুরাদনগরবাসীর জন্য গর্বের। তাকে একনজর দেখার জন্য মুরাদনগরের সর্বস্তরের জনতা উন্মুখ হয়ে আছেন। ইতোপূর্বে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি সভা করেছি। এতে হাজার হাজার জনতার উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি। আমার বিশ্বাস দলমত নির্বিশেষে আসিফ মাহমুদকে মুরাদনগরবাসী পছন্দ করেন এবং ভালোবাসেন।
এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আগমনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তাসহ সব ধরনের কার্যক্রম আমরা সার্বিকভাবে মনিটরিং করছি। আশা করছি সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হবে।