সিরিয়ার দক্ষিণাঞ্চলে বাফার জোন দখলের পর গতকাল দেশটির সামরিক স্থাপনা এবং বিমান ঘাঁটিতে রাতভর হামলা চালায় ইসরায়েল বাহিনী। এরপর তারা সিরিয়া রাজধানী দামেস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলেও প্রবেশ করেছে। খবর আল জাজিরা
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিরিয়ার নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনারা দামেস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলের প্রায় ২৫ কিলোমিটার পথ অতিক্রম করেছে। খবর আল জাজিরা
বিদ্রোহীদের প্রতিরোধের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর গত দুইদিন ধরে সিরিয়াতে সামরিক অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। এ অবস্থার মধ্যে আঞ্চলিক দেশসহ বিশ্ব সিরিয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে।
সিরিয়ার একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনারা কাতানাতে ঢুকে পড়েছে। যেটি সিরিয়ার পূর্ব থেকে ১০ কিলোমিটার দূরে।
তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা সিরিয়া সংঘাতে জড়িত হবে। তবে বাফার জোন দখলে নেয়া তাদের প্রতিরক্ষামূলক পদক্ষেপ।
এদিকে সিরিয়াতে আরও কয়েকদিন হামলা চালাবে ইসরায়েল। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, সিরিয়া সংঘাতে ইসরায়েলের যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। তারা শুধু তাদের নিরাপত্তায় সাময়িকভাবে হামলা চালাচ্ছে।