ঢাকা , বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo নওগাঁয় রূপশ্রী অপেরা’ বইয়ের মোড়ক উন্মোচন  Logo খুলনার শিপইয়ার্ড সড়ক এখন নগরবাসীর গলার কাটা: ১ যুগ ধরে দূর্ভোগ Logo হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম Logo গাইবান্ধা-২ আসনের সাবেক এমপি সারোয়ার কবির দুইদিনের রিমাণ্ড  Logo ফেনীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, বাদীকে গ্রেপ্তারে আল্টিমেটাম  Logo রংপুরের শ্যামাসুন্দরীকে বাঁচাতে পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দ ১৫ কোটি টাকা Logo কুড়িগ্রামে সেনাবাহিনীর হাতে ভুয়া সাংবাদিক মাদক পাচারকারী আটক  Logo কক্সবাজার-মহেশখালী নৌপথে সি ট্রাক চালু : উচ্ছ্বসিত বাসিন্দারা Logo চাঁদপুরে মেঘনা ও ধনাগোদা নদীর ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র ভাঙ্গন : হুমকিতে বেড়িবাঁধ Logo সিলেটে মে দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা 

মিরসরাইয়ে ভাড়াটিয়া নারীর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক নারী ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নারীর নাম রুবিনা আক্তার রুবি। রুবিনা আক্তার এর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ এনে উকিল নোটিশ পাঠিয়েছেন সকিনা বেগম নামে এক ভুক্তভোগী নারী।ভুক্তভোগী সকিনা বেগমের অভিযোগের ভিত্তিতে জানা যায় ২০২০ সালের মিরসরাই সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি দলিল নং ৭৯৩ ও ২৯৭১ দুটি রেজিস্ট্রি মাধ্যমে জমিদাতা মাহফুজুল আলম আলমগীর ও জসিম উদ্দিন সর্বপিতা মহরম আবুল খায়ের ওর সর্বমাতা মরহুমা ফাকিয়া বেগম উক্ত জায়গায় টিনশেড ঘর নির্মাণ করে। রুবিনা আক্তার স্বামী শামসুল হকের কাছে ভাড়া দেওয়া হয়। কিন্তু কয়েক মাস পর রুবিনা বেগম বিভিন্ন অজুহাতে ভাড়া দেওয়া বন্ধ করে দেন। রুবিনার কাছে ঘর ভাড়া চাইলে বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতিনিহিত এভাবে কালক্ষেপণ করতে থাকেন।

ভাড়া পরিষদের জন্য রুবিনা কে চাপ সৃষ্টি করলে তখন তিনি সন্ত্রাসীদের দিয়ে হুমকি দেয়া শুরু করেন। ভাড়া আদায় করতে করতে না পেরে জবর দখলদার রুবিনা বেগমকে উকিল নোটিশ প্রেরণ করলে কোন প্রকার পাত্তা দিচ্ছে না।

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মধ্য মাঘাদিয়া জেলএল-৭১,আরএস খতিয়ান নং-৩৩৪১,পিএস খতিয়ান নং-৩৫৩১,বিএস খতিয়ান নং-৫৯২৩,সৃজিত খতিয়ানের ৭৩৬৩ আর এস দাগ ১৫৮৬১,বিএস দাগ৫৬১২৪দাগে ৭২,০০ শতকের আন্দর উত্তরাংশে মধ্যম চিহ্নিত চৌহদ্দির দখল মতে স্হিত আছি।

সকিনা বেগম আরো বলেন আমার ক্রয়কৃত সম্পত্তি জবরদখল করে রাখা ভাড়াটিয়া রুবি থেকে উদ্ধার করে এবং আমাকে যেন স্বচ্ছতার সাথে বসবাস করার সুযোগ করে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় রূপশ্রী অপেরা’ বইয়ের মোড়ক উন্মোচন 

মিরসরাইয়ে ভাড়াটিয়া নারীর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

আপডেট সময় ০৬:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক নারী ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নারীর নাম রুবিনা আক্তার রুবি। রুবিনা আক্তার এর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ এনে উকিল নোটিশ পাঠিয়েছেন সকিনা বেগম নামে এক ভুক্তভোগী নারী।ভুক্তভোগী সকিনা বেগমের অভিযোগের ভিত্তিতে জানা যায় ২০২০ সালের মিরসরাই সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি দলিল নং ৭৯৩ ও ২৯৭১ দুটি রেজিস্ট্রি মাধ্যমে জমিদাতা মাহফুজুল আলম আলমগীর ও জসিম উদ্দিন সর্বপিতা মহরম আবুল খায়ের ওর সর্বমাতা মরহুমা ফাকিয়া বেগম উক্ত জায়গায় টিনশেড ঘর নির্মাণ করে। রুবিনা আক্তার স্বামী শামসুল হকের কাছে ভাড়া দেওয়া হয়। কিন্তু কয়েক মাস পর রুবিনা বেগম বিভিন্ন অজুহাতে ভাড়া দেওয়া বন্ধ করে দেন। রুবিনার কাছে ঘর ভাড়া চাইলে বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতিনিহিত এভাবে কালক্ষেপণ করতে থাকেন।

ভাড়া পরিষদের জন্য রুবিনা কে চাপ সৃষ্টি করলে তখন তিনি সন্ত্রাসীদের দিয়ে হুমকি দেয়া শুরু করেন। ভাড়া আদায় করতে করতে না পেরে জবর দখলদার রুবিনা বেগমকে উকিল নোটিশ প্রেরণ করলে কোন প্রকার পাত্তা দিচ্ছে না।

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মধ্য মাঘাদিয়া জেলএল-৭১,আরএস খতিয়ান নং-৩৩৪১,পিএস খতিয়ান নং-৩৫৩১,বিএস খতিয়ান নং-৫৯২৩,সৃজিত খতিয়ানের ৭৩৬৩ আর এস দাগ ১৫৮৬১,বিএস দাগ৫৬১২৪দাগে ৭২,০০ শতকের আন্দর উত্তরাংশে মধ্যম চিহ্নিত চৌহদ্দির দখল মতে স্হিত আছি।

সকিনা বেগম আরো বলেন আমার ক্রয়কৃত সম্পত্তি জবরদখল করে রাখা ভাড়াটিয়া রুবি থেকে উদ্ধার করে এবং আমাকে যেন স্বচ্ছতার সাথে বসবাস করার সুযোগ করে দেওয়া হয়।