আগামী পহেলা বৈশাখে দেশের চূড়ান্ত নদ নদীর তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে প্রকাশ হয়েছে খসড়া তালিকা।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশের নদ-নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক সেমিনারে এ কথা জানান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সেমিনারে দেশের নদ-নদীর সংখ্যা নিয়ে একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়। এতে জানানো হয়, দেশে বর্তমানে এক হাজার ১৫৬টি নদ-নদী আছে। যৌথভাবে এই তালিকা প্রকাশ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও নৌ পরিবহন মন্ত্রণালয়।
সেমিনারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করার ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয়, নৌ- পরিবহন মন্ত্রণালয় এবং সাথে ভূমি মন্ত্রণালয়কেও যুক্ত করা হবে।
তিনি বলেন, দেশে মৃত নদী বলতে কোনো নদী নেই। প্রবাহহীন নদীকে প্রবাহমান করার অনেক প্রক্রিয়া বা রাস্তা আছে। মৃত নদী দেখিয়ে নদীর জায়গা ইজারা বা লিজ দেয়ার কোনো সুযোগ নেই।
সেমিনারে সারাদেশের জেলা প্রশাসকদের আগামী তিন মাসের মধ্যে জেলার সকল খালের তালিকা রেকর্ড অনুযায়ী যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন পানি সম্পদ উপদেষ্টা।
সেমিনারে নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, দুঃখজনক হলেও সত্য উন্নয়নের নামে দেশে নদ-নদী খালবিল দখল করা হয়েছে। নদীকে বাঁচাতে হলে দূষণ ও অবৈধ দখলদারিত্ব থেকে মুক্ত করতে হবে। নদী বাঁচানোর এখনই উপযুক্ত সময়। অন্য সময় করতে হলে স্বার্থের সংঘাত শুরু হবে।