ঢাকা , রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শকের জন্য সারপ্রাইজ রয়েছে

ভালোবাসা দিবসের নাটকে কেয়া পায়েল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। ছোট পর্দার বড় তারকা বলা হয় তাকে। নাটক নিয়ে তার ব্যস্ততা থাকে বছরজুড়েই। যে কোনো উৎসব কেন্দ্র করে সেই ব্যস্ততা বেড়ে যায় আরও দ্বিগুণ। তাই তো নির্মাতাদের পছন্দের তালিকায় তিনি আছেন এখন ওপরের দিকে। তবে এখন আর ঢালাও ভাবে তাকে কাজ করতে দেখা যায় না। অভিনয় করছেন বেছে বেছে। তবে সামনে ভালোবাসা দিবস কেন্দ্র করে বেড়েছে নাটকের ব্যস্ততা।

কেয়া পয়েল আগেই জানিয়েছিলেন নাম লেখাচ্ছেন ব্যবসায়। কথা অনুযায়ী ২০২৪ সালের শেষে তিনি খুলেন নারীদের জন্য বিউটি পার্লার। যার নাম ‘পার্ল বাই পায়েল’, যা নিয়েও তার ব্যস্ত সময় যাচ্ছে।

শুরুতেই নিজের কাজের ব্যস্ততা নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘অভিনয় আমার প্যাশন। এই কাজের জন্যই আজ আমি কেয়া পায়েল। তাই অভিনয়ের গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি। তবে এখন আমি আগের তুলনায় কাজ অনেক কমিয়ে দিয়েছি। এর কারণ আমি বেছে বেছে কাজ করছি। সব ধরনের নাটকে এখন আর আমি অভিনয় করছি না। তাই আগে গল্প পড়ি। তারপর সিদ্ধান্ত নিই কাজটি করব কি না। আমি মনে করি, কাজ কম হোক; কিন্তু ভালো হোক। এ বিষয়টি মাথায় রেখে ভালোবাসা দিবসের জন্য বেশ কয়েকটি নাটকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি।’

এবারের ভালোবাসা দিবসে কেয়ার দুই থেকে তিনটি নাটক প্রচারের কথা রয়েছে। যার মধ্যে একটি নাটকের নাম ‘বাজি’। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। এটি পরিচালনা করেছেন তৌফিক। নাটকটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী। কেয়া পায়েল বলেন, ‘এবারের ভ্যালেন্টাইনে আমার দুই থেকে তিনটি নাটক প্রকাশের কথা রয়েছে। এর মধ্যে বাজি আমার কাছে খুবই স্পেশাল। কারণ এর গল্প। দুর্দান্ত একটি কাজ হয়েছে। বাকি নাটকগুলো ভালো হয়েছে। তবে সেগুলো নিয়ে এখনই কিছু বলতে পারছি না। এগুলোতেও দর্শকের জন্য সারপ্রাইজ রয়েছে। অপেক্ষা করুণ। আশা করছি আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এ ছাড়া ফারহান অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। প্রতি বছরের এ সময়টিতে আমি ভালোবাসা দিবসের কাজ নিয়ে ব্যস্ত থাকি। এবারও তেমনটাই আছি।’

কেয়া পায়েলের পার্লারের ইচ্ছাটা আগেই থেকেই ছিল। শুটিংয়ের ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। তাই গেল বছর ঈদের ব্যস্ততার পর বিরতি নিয়ে প্রতিষ্ঠানটি চালু করার পরিকল্পনা করেন এই অভিনেত্রী। কেয়াকে সবশেষ ‘পূর্বের বারান্দায় দেখা’ নাটকে অভিনয় করতে দেখা গেছে। এতে তার বিপরীতে অভিনয় করেন তৌসিফ মাহবুব। এটি পরিচালনা করেন মিশুক মিঠু।

 

জনপ্রিয় সংবাদ

হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে ‘নীল সুখ’

দর্শকের জন্য সারপ্রাইজ রয়েছে

ভালোবাসা দিবসের নাটকে কেয়া পায়েল

আপডেট সময় ০১:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। ছোট পর্দার বড় তারকা বলা হয় তাকে। নাটক নিয়ে তার ব্যস্ততা থাকে বছরজুড়েই। যে কোনো উৎসব কেন্দ্র করে সেই ব্যস্ততা বেড়ে যায় আরও দ্বিগুণ। তাই তো নির্মাতাদের পছন্দের তালিকায় তিনি আছেন এখন ওপরের দিকে। তবে এখন আর ঢালাও ভাবে তাকে কাজ করতে দেখা যায় না। অভিনয় করছেন বেছে বেছে। তবে সামনে ভালোবাসা দিবস কেন্দ্র করে বেড়েছে নাটকের ব্যস্ততা।

কেয়া পয়েল আগেই জানিয়েছিলেন নাম লেখাচ্ছেন ব্যবসায়। কথা অনুযায়ী ২০২৪ সালের শেষে তিনি খুলেন নারীদের জন্য বিউটি পার্লার। যার নাম ‘পার্ল বাই পায়েল’, যা নিয়েও তার ব্যস্ত সময় যাচ্ছে।

শুরুতেই নিজের কাজের ব্যস্ততা নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘অভিনয় আমার প্যাশন। এই কাজের জন্যই আজ আমি কেয়া পায়েল। তাই অভিনয়ের গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি। তবে এখন আমি আগের তুলনায় কাজ অনেক কমিয়ে দিয়েছি। এর কারণ আমি বেছে বেছে কাজ করছি। সব ধরনের নাটকে এখন আর আমি অভিনয় করছি না। তাই আগে গল্প পড়ি। তারপর সিদ্ধান্ত নিই কাজটি করব কি না। আমি মনে করি, কাজ কম হোক; কিন্তু ভালো হোক। এ বিষয়টি মাথায় রেখে ভালোবাসা দিবসের জন্য বেশ কয়েকটি নাটকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি।’

এবারের ভালোবাসা দিবসে কেয়ার দুই থেকে তিনটি নাটক প্রচারের কথা রয়েছে। যার মধ্যে একটি নাটকের নাম ‘বাজি’। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। এটি পরিচালনা করেছেন তৌফিক। নাটকটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী। কেয়া পায়েল বলেন, ‘এবারের ভ্যালেন্টাইনে আমার দুই থেকে তিনটি নাটক প্রকাশের কথা রয়েছে। এর মধ্যে বাজি আমার কাছে খুবই স্পেশাল। কারণ এর গল্প। দুর্দান্ত একটি কাজ হয়েছে। বাকি নাটকগুলো ভালো হয়েছে। তবে সেগুলো নিয়ে এখনই কিছু বলতে পারছি না। এগুলোতেও দর্শকের জন্য সারপ্রাইজ রয়েছে। অপেক্ষা করুণ। আশা করছি আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এ ছাড়া ফারহান অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। প্রতি বছরের এ সময়টিতে আমি ভালোবাসা দিবসের কাজ নিয়ে ব্যস্ত থাকি। এবারও তেমনটাই আছি।’

কেয়া পায়েলের পার্লারের ইচ্ছাটা আগেই থেকেই ছিল। শুটিংয়ের ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। তাই গেল বছর ঈদের ব্যস্ততার পর বিরতি নিয়ে প্রতিষ্ঠানটি চালু করার পরিকল্পনা করেন এই অভিনেত্রী। কেয়াকে সবশেষ ‘পূর্বের বারান্দায় দেখা’ নাটকে অভিনয় করতে দেখা গেছে। এতে তার বিপরীতে অভিনয় করেন তৌসিফ মাহবুব। এটি পরিচালনা করেন মিশুক মিঠু।