নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাকিব নামে চিহ্নিত ডাকাত ও সন্ত্রাসীকে গ্রেফতার করছে পুলিশ। গতকাল রাতে উপজেলার পিরোজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার নামে থানায় একাধিক হত্যা ও ডাকাতি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
সোনারগাঁয়ের স্থানীয় বাসিন্দারা জানান, সন্ত্রাসী শাকিব দীর্ঘদিন যাবৎ ডাকাতিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। ৫ আগষ্টের পর কিছুদিন গা-ঢাকা দিয়ে থাকলেও গত সপ্তাহে উপজেলার হাবিবপুর এলাকায় অন্তত ৫জনকে কুপিয়ে আহত করে সাকিব। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাকিব আওয়ামী লীগের স্বশস্ত্র ক্যাডার হিসেবে কাজ করেছে বলে জানান এলাকাবাসী।
উল্লেখ্য, সাকিব উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কোম্পানিগঞ্জ গ্রামের আব্দুস সালামের ছেলে।
এ বিষয় সোনারগাঁয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, ডাকাতির প্রস্ততি নেয়ার সময় দেশীয় অস্ত্রসহ শাকিব নামের ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সাকিবের বিরুদ্ধে পূর্বে একাধিক হত্যা, ডাকাতি, ছিনতাই, এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে।