দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক ডেসটিনির সম্পাদক ও প্রকাশক রফিকুল আমীন।
আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে আমার দেশের কার্যালয়ে গিয়ে মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানান রফিকুল আমীন। দৈনিক ডেসটিনি ও বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আমার দেশ-এর সম্পাদকের হাতে ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেন রফিকুল আমীন।
দেশের ক্রান্তিলগ্নে প্রতিকূল পরিস্থিতিতে সাহসী সাংবাদিকতা ও সম্পাদকীয় নীতি অবলম্বনের জন্য মাহমুদুর রহমানকে আন্তরিকভাবে অভিনন্দন জানান ডেসটিনির কর্ণধার। তিনিও রফিকুল আমীনকে স্বাগত জানান এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন।
এরপর সংবাদপত্র শিল্পের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলাপচারিতা করেন দুই সম্পাদক। ভবিষ্যতেও নৈতিকতার প্রশ্নে আপস না করে জনগণের কাছে সত্য তুলে ধরার তাগিদ থেকে সাংবাদিকতা চর্চার প্রত্যয়ের কথা জানান দুই সম্পাদক। এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ওপরও জোর দেন তারা।
উল্লেখ্য, শতাধিক মিথ্যা মামলা বোঝা মাথায় নিয়ে দীর্ঘ পাঁচ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটান মাহমুদুর রহমান। এরপর গত ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন মাহমুদুর রহমান। অন্যদিকে দীর্ঘ এক যুগ কারাবাস শেষে গত ১৫ জানুয়ারি মুক্ত হন রফিকুল আমীন। পতিত হাসিনা সরকারের রাষ্ট্রীয় নিপীড়নের শিকার এ দুই সম্পাদকই তাদের প্রাণের পত্রিকা নিয়ে নতুন আঙ্গিকে কাজ শুরু করেছেন।