পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনের এক দফা দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য মহাখালী রেলপথ, আমতলী ও গুলশান-১ সার্কেলে ব্যারিকেড কর্মসূচি ঘোষণা করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার রাতে কলেজের সামনে আন্দোলন ও আমরণ অনশন থেকে এ ঘোষণা দেয় শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের প্রতিনিধিরা।
৭ দফা দাবিতে দিনভর আন্দোলন ও আমরণ অনশনের পর বৃহস্পতিবার রাতে এক দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাত ৯টায় শিক্ষার্থী ও তিতুমীর কলেজ কর্তৃপক্ষের সাথে বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদল। পরে শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে আসা যুগ্মসচিব নুরুজ্জামান বলেন, এটি একটি প্রক্রিয়াধীন বিষয়, এখনই বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়া সম্ভব নয়।
দীর্ঘসময় বাগবিতণ্ডার একপর্যায়ে যুগ্মসচিব নুরুজ্জামান বলেন, তোমাদের দাবি যে অযৌক্তিক, সেটা তো কেউ বলছেন না। কিন্তু এটি একটি প্রক্রিয়াধীন বিষয়। তোমরা ২৮ বছর ধরে আন্দোলন করছো। এটা তোমরা আদায় করেই ঘরে ফিরবা, সেটাও আমরা জানি। কিন্তু এখনই বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়াটা তো সম্ভব নয়। পরবর্তীতে যত জায়গায় এটা নিয়ে কাজ হবে, আমি সেখানে সর্বোচ্চ চেষ্টা করবো। তোমরা আজকে রাতে ফিরে যাও।’
এর আগে, বৃহস্পতিবার দুপুর থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী।