ঝালকাঠির নলছিটিতে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত।
গতকাল মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী সকাল ১১ টায় সরকারি নলছিটি মার্চেন্টস্ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গ্রাম বাংলা উন্নয়ন কমিটি’র আয়োজনে সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাসার। স্বাগত বক্তব্য রাখেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা।
এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, গ্রাম বাংলা উন্নয়ন কমিটির প্রকল্প কর্মকর্তা মো. সেলিম ফকির, ফিল্ড অর্গানাইজার মো.নাইম হোসেন,শিক্ষক মো. আলমগীর হোসেন প্রমূখ।