দীর্ঘকাল ধরে হাতছাড়া সম্পদের খোঁজ নিতে ধারাবাহিক তৎপরতার অংশ হিসেবে কক্সবাজারের সমুদ্র পাড়ে নির্মিতব্য ডেসটিনি ক্রাউন প্যাসিফিক হোটেল পরিদর্শন করেছেন বিনিয়োগকারীরা।
সরেজমিনে গিয়ে প্রায় অর্ধশত কোটি টাকার সম্পদের বেহাল দশা দেখে আঁতকে উঠেন তারা। বছরের পর বছর ধরে নেই কোনো দেখভাল। কর্তৃপক্ষের নজরদারির অভাবে মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে কক্সবাজারের সমুদ্র পাড়ে নির্মিতব্য ডেসটিনি ক্রাউন প্যাসিফিক হোটেল।
স্থানীয় প্রশাসনের জিম্মায় থাকা প্রতিষ্ঠানটির ভবনের অনেক কক্ষ দখল করে রেখেছে একটি মহল। আর কক্সবাজার বিমানবন্দরে অযত্নে পড়ে থাকা ডেসটিনির মালিকানাধীন বেস্ট এভিয়েশনের বিমান এখন ধ্বংসপ্রায়।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সমুদ্র সৈকতের প্রাণকেন্দ্র সুগন্ধা বিচে ২০১২ সালে পাঁচ তারকার আদলে গড়ে তোলা হয় ডেসটিনি ক্রাউন প্যাসিফিক হোটেল । সৈকতের পাড়ে গড়ে ওঠা এই হোটেলের প্রতিটি কক্ষ থেকে সমুদ্রের বিশালতা উপভোগ করার পাশাপাশি সমুদ্রের গর্জন শোনা যায়। কিন্তু বিগত সরকারের রোষানলে পড়ে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ১০০ শতাংশ জায়গার উপর নির্মিত ১০ তলা বিশিষ্ট এই হোটেলের চারপাশে ময়লা আবর্জনার স্তুপ। মলমূত্র ত্যাগ আর স্থানীয় হকারদের রান্নাবান্নার জায়গায় পরিণত হয়েছে হোটেলের নিচের অংশ। কয়েকটি কক্ষ প্রভাবশালী মহল ব্যবসায়িক কাজে ব্যবহার করছে।
ডেসটিনি গ্রুপের আরেক দীর্ঘশ্বাসের নাম বেস্ট এভিয়েশন লিমিটেড। অন্যান্য প্রতিষ্ঠানের মতো ২০১২ সাল থেকেই এই কোম্পানির একটি বিমানের উড্ডয়ন বন্ধ। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের পাশে পড়ে আছে বেস্ট এয়ার নামক বিমানটি। দীর্ঘদিন বন্ধ থাকায় আর রোদে তাপে পুড়ে অকেজো হয়েছে বিমানটি।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ডেসটিনির সম্পদ রক্ষায় পুলিশ প্রশাসন সব ধরনের সহায়তা করবে বলে জানান কক্সবাজারের পুলিশ সুপার। ডেসটিনির বিমান এবং হোটেল ব্যবসা চালু করার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান বিনিয়োগকারীদের। তারা বলেন, কক্সবাজারে ডেসটিনির মূল্যবান সম্পদসমূহ বিক্রি নয়, এগুলো সংস্কারের মাধ্যমে চালু করা গেলে কেবল ভাড়া বাবদ কোটি কোটি টাকা আয় করা সম্ভব।
এতে ডেসটিনিও অনায়াসে বিনিয়োগকারীদের পাওনা অর্থ ফেরতের কাজ শুরু করতে পারে। তাই যতদ্রুত সম্ভব আইনি প্রক্রিয়ার মধ্যে সমাধান করে কক্সবাজারের এ সম্পদসহ দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ অবমুক্তকরণের মাধ্যমে ডেসটিনির কাছে বুঝিয়ে দেয়ার দাবি জানান তারা।