ঢাকা , সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সিগারেটে মূল্যস্তর তিনটি হলে রাজস্ব বাড়বে, ব্যবহার কমবে Logo আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরাও টানা ৯ দিন ছুটি পাচ্ছেন Logo ঈদের কেনাকাটা করতে গিয়ে ভুয়া মেজর ধরা Logo এত কিছুর পরেও আওয়ামীলীগের শিক্ষা ও পরিবর্তনের কোন লক্ষণ নাই: এবি পার্টি Logo তুরস্কে বিক্ষোভের সংবাদ প্রচারের সময় ৯ সাংবাদিককে গ্রেফতার Logo ব্রিটেনে প্রথমবারের মতো ভেড়ার দেহে বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত Logo গাজায় হত্যাকাণ্ড বন্ধ করতে হবে : ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান Logo সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলি Logo ঈদের পরপরই ঢাকায় চালু হবে অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার Logo ২৬ মার্চ তোপধ্বনিতে স্বাধীনতা দিবসের সূচনা, থাকছে যেসব কর্মসূচি

মেসি ফিরলেন গোলে, মায়ামির বিশাল জয়

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০১:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের লিগ এখন পর্যন্ত শুরু হয়নি। চলছে প্রীতি ম্যাচের ব্যস্ততা। চলতি ফেব্রুয়ারি মাসের শেষদিকে শুরু হবে মেজর লিগ সকার (এমএলএস)। তবে এরইমাঝে লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন, নতুন আরও একটা মৌসুমে নিজেকে উজাড় করে দিতে পুরোপুরি প্রস্তুত তিনি। প্রাক মৌসুমে আর্জেন্টাইন এই মহাতারকা আবারও পেয়েছেন গোলের দেখা। সঙ্গে করিয়েছেন আরও দুই গোল।

মেসির ম্যাজিক শো-তে প্রাক মৌসুমের ম্যাচে হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। মেসির পাশাপাশি এদিন গোল পেয়েছেন ফেদেরিকো রডোনডো, নোয়াহ অ্যালেন, লুইস সুয়ারেজ এবং রায়ান সেইলর।

উত্তর হন্ডুরাসে এদিন ম্যাচ শুরুর সময় ছিল স্থানীয় সময় রাত আটটা। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় আঘাত হানল ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৬। এমন পরিস্থিতির মাঝেও নির্ধারিত সময়ে শুরু হয় এই ম্যাচ।

২৭ মিনিটে ম্যাচের প্রথম গোল আসে মেসির কাছ থেকে। আর্জেন্টিনার মার্সেলো ভাইগান্টের বাড়ানো বল ডি বক্সে পেয়ে যান সুয়ারেজ। বল পাস করে দেন মেসির কাছে। এরপর বল খুব সহজেই জড়িয়েছেন প্রতিপক্ষের জালে। প্রথমার্ধের বাকি সময়ে রডোনডো এবং নোয়াহ অ্যালেনের গোলে সহায়তা করেন লিওনেল মেসি।

দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মাঝে স্কোরশিটে নাম লেখান লুইস সুয়ারেজ। বেঞ্জামিন ক্রেমাশ্চির বাড়ানো পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ। আর ৭৯ মিনিয়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠোকেন সেইলর।

এখন পর্যন্ত দারুণ প্রাক মৌসুম কাটানো মায়ামি কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে খেলবে স্পোর্টিং কেসির বিপক্ষে। ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি নিউইর্য়ক সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু হবে তাদের।

 

 

জনপ্রিয় সংবাদ

সিগারেটে মূল্যস্তর তিনটি হলে রাজস্ব বাড়বে, ব্যবহার কমবে

মেসি ফিরলেন গোলে, মায়ামির বিশাল জয়

আপডেট সময় ০১:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের লিগ এখন পর্যন্ত শুরু হয়নি। চলছে প্রীতি ম্যাচের ব্যস্ততা। চলতি ফেব্রুয়ারি মাসের শেষদিকে শুরু হবে মেজর লিগ সকার (এমএলএস)। তবে এরইমাঝে লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন, নতুন আরও একটা মৌসুমে নিজেকে উজাড় করে দিতে পুরোপুরি প্রস্তুত তিনি। প্রাক মৌসুমে আর্জেন্টাইন এই মহাতারকা আবারও পেয়েছেন গোলের দেখা। সঙ্গে করিয়েছেন আরও দুই গোল।

মেসির ম্যাজিক শো-তে প্রাক মৌসুমের ম্যাচে হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। মেসির পাশাপাশি এদিন গোল পেয়েছেন ফেদেরিকো রডোনডো, নোয়াহ অ্যালেন, লুইস সুয়ারেজ এবং রায়ান সেইলর।

উত্তর হন্ডুরাসে এদিন ম্যাচ শুরুর সময় ছিল স্থানীয় সময় রাত আটটা। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় আঘাত হানল ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৬। এমন পরিস্থিতির মাঝেও নির্ধারিত সময়ে শুরু হয় এই ম্যাচ।

২৭ মিনিটে ম্যাচের প্রথম গোল আসে মেসির কাছ থেকে। আর্জেন্টিনার মার্সেলো ভাইগান্টের বাড়ানো বল ডি বক্সে পেয়ে যান সুয়ারেজ। বল পাস করে দেন মেসির কাছে। এরপর বল খুব সহজেই জড়িয়েছেন প্রতিপক্ষের জালে। প্রথমার্ধের বাকি সময়ে রডোনডো এবং নোয়াহ অ্যালেনের গোলে সহায়তা করেন লিওনেল মেসি।

দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মাঝে স্কোরশিটে নাম লেখান লুইস সুয়ারেজ। বেঞ্জামিন ক্রেমাশ্চির বাড়ানো পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ। আর ৭৯ মিনিয়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠোকেন সেইলর।

এখন পর্যন্ত দারুণ প্রাক মৌসুম কাটানো মায়ামি কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে খেলবে স্পোর্টিং কেসির বিপক্ষে। ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি নিউইর্য়ক সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু হবে তাদের।