সিলেট বিভাগের সবগুলো নির্বাচনী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সিলেট বিভাগের সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত অনলাইন সমাবেশে ১৯টি আসনের প্রার্থী ঘোষণা করে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সিলেটের ১৯টি আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। তারা জনগণের কাছে থেকে কাজ করছেন।
সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী হচ্ছেন এডভোকেটএহসানুল মাহবুব জুবায়ের,অন্য আসনগুলোর প্রার্থী হচ্ছেন, প্রফেসর মোঃ আব্দুল হান্নান (সিলেট-২), মাওলানা লোকমান আহমদ (সিলেট-৩), জয়নাল আবেদীন (সিলেট-৪), হাফেজ আনোয়ার হোসেন খান (সিলেট-৫) ও সেলিম উদ্দিন (সিলেট-৬)।
সুনামগঞ্জের প্রার্থীরা হলেন, মাওলানা তোফায়েল আহমেদ খান (সুনামগঞ্জ-১), অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির (সুনামগঞ্জ-২), অ্যাডভোকেট ইয়াছিন খান (সুনামগঞ্জ-৩), অ্যাডভোকেট মুহাম্মদ শামসউদদীন (সুনামগঞ্জ-৪), মাওলানা আব্দুস সালাম আল মাদানী (সুনামগঞ্জ-৫)।
মৌলভীবাজারের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম (মৌলভীবাজার-১), মো. শাহেদ আলী (মৌলভীবাজার-২), মো. আব্দুল মান্নান (মৌলভীবাজার-৩), মো. আব্দুর রব (মৌলভীবাজার-৪)।
হবিগঞ্জের ৪টি আসনের প্রার্থীরা হচ্ছেন, মোহাম্মাদ শাহজাহান আলী (হবিগঞ্জ-১), শেখ জিল্লুর রহমান আজমী (হবিগঞ্জ-২), অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ (হবিগঞ্জ-৩), কাজী মাওলানা মুখলিছুর রহমান (হবিগঞ্জ-৪)।