মুন্সীগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি সমাপ্ত করলো সেচ্ছাসেবী সংগঠন জীবন জীবনের জন্য ফাউন্ডেশন।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জের আনন্দ পাঠশালার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী (বই) বিতরন করেন জীবন জীবনের জন্য ফাঊন্ডেশন।
গত ১০ জানুয়ারী নতুন বছরে সদর উপজেলা রামপাল ইউনিয়নের পানাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ,বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনন্দ পাঠশালা এবং পশ্চিম পানহাটা হাফিজিয়া ফোড়কানিয়া মাদ্রাসা সহ মোট ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এক হাজারের অধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী পৌছে দিতে সক্ষম হয়েছে সংগঠনটি।
মাসব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির সভাপতি মো. জীবন মাদবর।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো, আল-আমিন সাগর,জীবন জীবনের জন্য ফাউন্ডেশন জেলার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তূর্য, প্রচার সম্পাদক সাজাদ হোসেন তামিম, রক্ত বিষয়ক সম্পাদক তানজিলা আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তিশা আক্তার, কার্যকরী সদস্য রিয়াজ হোসেন, সদস্য ফয়সাল হোসেন, সদস্য তাহেরা আক্তার সায়েমা, সদস্য তামিম এবং আনন্দ পাঠশালার শাহারিয়ার আমিন, প্রশাদ ব্যানার্জি, ইসতিয়াক আহাম্মেদ সহ আরো শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. জীবন মাদবর বলেন, আমরা মানবের সেবায় শুধু রক্তদান আর রক্তযোগানে সীমাবদ্ধ থাকিনি। জ্ঞানের আলোকে ছড়িয়ে দিতে বিভিন্ন বিদ্যালয়ের ছোট্ট ছাত্রছাত্রীদের সহ সুবিধাবঞ্চিত শিশুরাও যাতে পড়াশোনা থেকে দূরে সরে না যায়। লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলতে আমাদের এই আয়োজন।
তিনি আরও বলেন, সেই সাথে আজকে আমরা আনন্দের সাথে শিক্ষা সামগ্রী বিতরন কর্মসূচী শেষ করলাম। আমাদের জীবন-জীবনের জন্য ফাউন্ডেশন মুন্সীগঞ্জের সেচ্ছাসেবীরা খুবই কর্মঠ। আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে, এভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারি।