বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রয়ী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দীর্ঘ ৫৪ বছরে দেশের যত সরকার এসেছে তারা কেউই এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি।
আজ শনিবার সকালে কেন্দ্রয়ী ঈদগহ্ মাঠে ঝালকাঠি জেলা জামায়াত ইসলামী কর্মী ,সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রয়ী নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান একথা বলেন।
তিনি বলেন, আমরা আন্দোলন করে জালেমকে দাঁড়াতে পেরেছি কিন্তু জুলুমকে তাড়াতে পারিনি। এখনো দেশের মানুষের সাথে একটি গোষ্ঠী জুলুম করছে। এই জুলুমকে তাড়াতে হলে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে।
তিনি আরো বলেন,দেশে ইসলামী আইন কায়েম করতে হলে আগামী নির্বাচনে ইসলামিক দলগুরোকে ভোট দিতে হবে। জেলা জামায়ত আমীর এ্যাড. হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি
সেক্রেটারি জেনারেল মুয়াযয্ম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
কর্মী সম্মেলনে অন্যান্য মধ্যে মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় জাময়াত নেতা ফকরুদ্দিন খান রাজি, মোহাম্মদ আব্দুল জব্বার, লস্কর মোহাম্মদ তসলিম ও শেখ নিমুল করিম।
২২ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হওয়া এই কর্মী সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।