ঢাকা , সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সিগারেটে মূল্যস্তর তিনটি হলে রাজস্ব বাড়বে, ব্যবহার কমবে Logo আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরাও টানা ৯ দিন ছুটি পাচ্ছেন Logo ঈদের কেনাকাটা করতে গিয়ে ভুয়া মেজর ধরা Logo এত কিছুর পরেও আওয়ামীলীগের শিক্ষা ও পরিবর্তনের কোন লক্ষণ নাই: এবি পার্টি Logo তুরস্কে বিক্ষোভের সংবাদ প্রচারের সময় ৯ সাংবাদিককে গ্রেফতার Logo ব্রিটেনে প্রথমবারের মতো ভেড়ার দেহে বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত Logo গাজায় হত্যাকাণ্ড বন্ধ করতে হবে : ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান Logo সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলি Logo ঈদের পরপরই ঢাকায় চালু হবে অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার Logo ২৬ মার্চ তোপধ্বনিতে স্বাধীনতা দিবসের সূচনা, থাকছে যেসব কর্মসূচি
তিন নম্বর রিজওয়ানের আজকের ইনিংসটি

৫২ বছরের ইতিহাসে বিব্রতকর রেকর্ডের পাতায় রিজওয়ান

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

দ্রুত দুই উইকেট হারানোর পর পাকিস্তানের ইনিংস মেরামতের দায়িত্বটা ছিল মোহাম্মদ রিজওয়ান আর সৌদ শাকিলের ওপর। সেই কাজটা দুজনে করেছেন বটে, তবে একটু বেশিই ধীরগতিতে খেলেছেন কি না দুজনে সেটা নিয়ে থাকতে পারে প্রশ্ন। বিশেষ করে অধিনায়ক রিজওয়ানের অতি রক্ষণাত্মক ভঙ্গির ব্যাটিং কিছুটা হলেও সমালোচনার জন্ম দিয়েছে পাকিস্তানের ইনিংস শেষে।

ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের ইনিংস থেমেছে ২৪১ রানে। সেখানে সৌদ শাকিল আর মোহাম্মদ রিজওয়ানের ১০৪ রানের পার্টনারশিপের অবদান অনেকখানি। যদিও বড় জুটির পথে রিজওয়ানের অতি সাবধানী ইনিংসটাকে শেষ পর্যন্ত জন্ম দিয়েছে দুই বিব্রতকর রেকর্ডের।

চলতি শতাব্দীর ২৫ বছরে কমপক্ষে ৭৫ বল খেলেছেন এমন ইনিংসে উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইকরেটের ইনিংস খেলেছেন আজ ভারতের বিপক্ষে। ৭৭ বলে ৪৬ রান করা রিজওয়ানের আজকের দিনে স্ট্রাইকরেট ছিল ৫৯ দশমিক ৭৪। কদিন আগেই অবশ্য ৭৬ বলে ৪৬ করেছিলেন তিনি। সেই ম্যাচে তার স্ট্রাইকরেট অবশ্য ছিল ৬০ দশমিক ৫২।

চলতি মাসের মাঝেই দুইবার বিব্রতকর রেকর্ড গড়া রিজওয়ান পেছনে ফেলেছেন ২০০৪ সালে ওয়েলিংটনে মঈন খানের ৭৮ বলে ৫২ রানের ইনিংসকে।

আর পাকিস্তান ক্রিকেটে ৫২ বছরের ওয়ানডে ইতিহাসেও বিব্রতকর এই রেকর্ডে উঠে এসেছে তার নাম। যদি সেটা আছে তালিকার তিনে। সবার ওপরে শারজাহ স্টেডিয়ামে ১৯৯৬ সালে মঈন খানের ৭৭ বলে ৩৭ রানের ইনিংস (স্ট্রাইকরেট ৪৮ দশমিক ০৫)।

এরপরেই আছে ১৯৮৯ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে আমির মালিকের ইনিংসটি। ১১৬ বলে ৬৯ রান করা আমিরের ইনিংসে স্ট্রাইকরেট ছিল ৫৯ দশমিক ৪৮। তিনে আছে রিজওয়ানের আজকের ইনিংসটি।

 

জনপ্রিয় সংবাদ

সিগারেটে মূল্যস্তর তিনটি হলে রাজস্ব বাড়বে, ব্যবহার কমবে

তিন নম্বর রিজওয়ানের আজকের ইনিংসটি

৫২ বছরের ইতিহাসে বিব্রতকর রেকর্ডের পাতায় রিজওয়ান

আপডেট সময় ০৭:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

দ্রুত দুই উইকেট হারানোর পর পাকিস্তানের ইনিংস মেরামতের দায়িত্বটা ছিল মোহাম্মদ রিজওয়ান আর সৌদ শাকিলের ওপর। সেই কাজটা দুজনে করেছেন বটে, তবে একটু বেশিই ধীরগতিতে খেলেছেন কি না দুজনে সেটা নিয়ে থাকতে পারে প্রশ্ন। বিশেষ করে অধিনায়ক রিজওয়ানের অতি রক্ষণাত্মক ভঙ্গির ব্যাটিং কিছুটা হলেও সমালোচনার জন্ম দিয়েছে পাকিস্তানের ইনিংস শেষে।

ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের ইনিংস থেমেছে ২৪১ রানে। সেখানে সৌদ শাকিল আর মোহাম্মদ রিজওয়ানের ১০৪ রানের পার্টনারশিপের অবদান অনেকখানি। যদিও বড় জুটির পথে রিজওয়ানের অতি সাবধানী ইনিংসটাকে শেষ পর্যন্ত জন্ম দিয়েছে দুই বিব্রতকর রেকর্ডের।

চলতি শতাব্দীর ২৫ বছরে কমপক্ষে ৭৫ বল খেলেছেন এমন ইনিংসে উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইকরেটের ইনিংস খেলেছেন আজ ভারতের বিপক্ষে। ৭৭ বলে ৪৬ রান করা রিজওয়ানের আজকের দিনে স্ট্রাইকরেট ছিল ৫৯ দশমিক ৭৪। কদিন আগেই অবশ্য ৭৬ বলে ৪৬ করেছিলেন তিনি। সেই ম্যাচে তার স্ট্রাইকরেট অবশ্য ছিল ৬০ দশমিক ৫২।

চলতি মাসের মাঝেই দুইবার বিব্রতকর রেকর্ড গড়া রিজওয়ান পেছনে ফেলেছেন ২০০৪ সালে ওয়েলিংটনে মঈন খানের ৭৮ বলে ৫২ রানের ইনিংসকে।

আর পাকিস্তান ক্রিকেটে ৫২ বছরের ওয়ানডে ইতিহাসেও বিব্রতকর এই রেকর্ডে উঠে এসেছে তার নাম। যদি সেটা আছে তালিকার তিনে। সবার ওপরে শারজাহ স্টেডিয়ামে ১৯৯৬ সালে মঈন খানের ৭৭ বলে ৩৭ রানের ইনিংস (স্ট্রাইকরেট ৪৮ দশমিক ০৫)।

এরপরেই আছে ১৯৮৯ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে আমির মালিকের ইনিংসটি। ১১৬ বলে ৬৯ রান করা আমিরের ইনিংসে স্ট্রাইকরেট ছিল ৫৯ দশমিক ৪৮। তিনে আছে রিজওয়ানের আজকের ইনিংসটি।