মৌলভীবাজারে মো. মাসুদ ফাউন্ডেশনের ধারাবাহিক ৩৭তম নিয়মিত মাসিক অনুদান সুবিধাভোগী সহ পবিত্র মাহে রামাদানুল মোবারকের বিশেষ ইফতারি প্যাক দুই শতাধিক অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১ মার্চ) দুপুরে মৌলভীবাজার পৌর শহরের ৯নং ওয়ার্ডস্থ মোঃ মাসুদ ফাউন্ডেশন কার্যালয়ে সাবেক কাউন্সিলর ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ মাসুদ এর সভাপতিত্বে ইফতারি প্যাক বিতরণ পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন আহমদ ও কোষাধ্যক্ষ সাংবাদিক সালেহ আহমদ (স’লিপক) দ্বয়ের যৌথ পরিচালনা ও উপস্থাপনায় অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ, সাবেক কাউন্সিলর মোঃ অলিউর রহমান, বৃটেন প্রবাসী কমিউনিটি নেতা এম.এ. কাইয়ূম তালুকদার, মাস্টার এনামুল হক তালুকদার, মাওলানা সিরাজুল ইসলাম তালুকদার, হাফেজ মমতাজ রাজা, মোঃ এলাইছ মিয়া, গোলাম হোসেন প্রমুখ।
এসময় ফাউন্ডেশনের আলাল মিয়া, সাহেদ আহমদ, এনামুল হক আলম, রাজনীন মোহাম্মদ, মুজাহিদ আহমদ, নাদিম মোহাম্মদ, খোকন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।