ঢাকা , সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo এত কিছুর পরেও আওয়ামীলীগের শিক্ষা ও পরিবর্তনের কোন লক্ষণ নাই: এবি পার্টি Logo তুরস্কে বিক্ষোভের সংবাদ প্রচারের সময় ৯ সাংবাদিককে গ্রেফতার Logo ব্রিটেনে প্রথমবারের মতো ভেড়ার দেহে বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত Logo গাজায় হত্যাকাণ্ড বন্ধ করতে হবে : ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান Logo সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলি Logo ঈদের পরপরই ঢাকায় চালু হবে অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার Logo ২৬ মার্চ তোপধ্বনিতে স্বাধীনতা দিবসের সূচনা, থাকছে যেসব কর্মসূচি Logo সাকিব আল হাসানের সম্পদ ক্রোক করার আদেশ Logo গারদখানায় হাজতির সঙ্গে সংঘর্ষ, পুলিশ সদস্য আহত Logo হঠাৎ মাঠেই হার্ট অ্যাটাক তামিমের, হার্টে পরানো হলো রিং
স্মিথ করেছেন ৭৩ রান

স্মিথ, ক্যারির ফিফটিতে ভারতকে অস্ট্রেলিয়ার ২৬৫ রানের লক্ষ্য

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বড় পুঁজি না হলেও অস্ট্রেলিয়া প্রতিদ্বন্দ্বিতা করার মতো স্কোর গড়লো। ভারতের স্পিনারদের সামলে নিয়ে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির হাফ সেঞ্চুরিতে তারা ২৬৪ রান করেছে। ইনিংসের তিন বল বাকি থাকতে তাদের অলআউট করে ভারত।

আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানে কুপার কনলি (০) ডাক মারেন। স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড ৫০ রান তুলে বিচ্ছিন্ন হন। বরুণ চক্রবর্তীর শিকার হন হেড, ৩৩ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৯ রান করেন তিনি।

স্মিথ ও মার্নাস লাবুশেনের জুটি ছিল ৫৬ রানের। রবীন্দ্র জাদেজার বলে ২৯ রানে থামেন লাবুশেন। একপ্রান্ত আগলে রেখে স্মিথ হাফ সেঞ্চুরি তুলে নেন। তার সঙ্গে জশ ইংলিস (১১) থেমে যান ৩৪ রানের জুটি গড়ে।

স্মিথ ও ক্যারি একসঙ্গে প্রতিরোধ গড়েন। তবে দুইশ হওয়ার আগেই তাদের ৫৪ রানের জুটি ভেঙে যায়। স্মিথ ৭৩ রান করে মোহাম্মদ শামির শিকার হন।

গ্লেন ম্যাক্সওয়েল (৭), বেন ডারশুইশের (১৯) বিদায় নেওয়ার পথে ক্যারিও হাফ সেঞ্চুরির দেখা পান। তিনি ইনিংসের তিন ওভার বাকি থাকতে ৬১ রানে রান আউট হন।

শেষ দিকে নাথান এলিস (১০) ও অ্যাডাম জাম্পা (৭) উইকেট হারানোর আগে রান বাড়িয়ে নেন।
ভারতের পক্ষে শামি সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান জাদেজা ও বরুণ।

 

জনপ্রিয় সংবাদ

এত কিছুর পরেও আওয়ামীলীগের শিক্ষা ও পরিবর্তনের কোন লক্ষণ নাই: এবি পার্টি

স্মিথ করেছেন ৭৩ রান

স্মিথ, ক্যারির ফিফটিতে ভারতকে অস্ট্রেলিয়ার ২৬৫ রানের লক্ষ্য

আপডেট সময় ০৬:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বড় পুঁজি না হলেও অস্ট্রেলিয়া প্রতিদ্বন্দ্বিতা করার মতো স্কোর গড়লো। ভারতের স্পিনারদের সামলে নিয়ে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির হাফ সেঞ্চুরিতে তারা ২৬৪ রান করেছে। ইনিংসের তিন বল বাকি থাকতে তাদের অলআউট করে ভারত।

আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানে কুপার কনলি (০) ডাক মারেন। স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড ৫০ রান তুলে বিচ্ছিন্ন হন। বরুণ চক্রবর্তীর শিকার হন হেড, ৩৩ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৯ রান করেন তিনি।

স্মিথ ও মার্নাস লাবুশেনের জুটি ছিল ৫৬ রানের। রবীন্দ্র জাদেজার বলে ২৯ রানে থামেন লাবুশেন। একপ্রান্ত আগলে রেখে স্মিথ হাফ সেঞ্চুরি তুলে নেন। তার সঙ্গে জশ ইংলিস (১১) থেমে যান ৩৪ রানের জুটি গড়ে।

স্মিথ ও ক্যারি একসঙ্গে প্রতিরোধ গড়েন। তবে দুইশ হওয়ার আগেই তাদের ৫৪ রানের জুটি ভেঙে যায়। স্মিথ ৭৩ রান করে মোহাম্মদ শামির শিকার হন।

গ্লেন ম্যাক্সওয়েল (৭), বেন ডারশুইশের (১৯) বিদায় নেওয়ার পথে ক্যারিও হাফ সেঞ্চুরির দেখা পান। তিনি ইনিংসের তিন ওভার বাকি থাকতে ৬১ রানে রান আউট হন।

শেষ দিকে নাথান এলিস (১০) ও অ্যাডাম জাম্পা (৭) উইকেট হারানোর আগে রান বাড়িয়ে নেন।
ভারতের পক্ষে শামি সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান জাদেজা ও বরুণ।