ঢাকা , সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সিগারেটে মূল্যস্তর তিনটি হলে রাজস্ব বাড়বে, ব্যবহার কমবে Logo আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরাও টানা ৯ দিন ছুটি পাচ্ছেন Logo ঈদের কেনাকাটা করতে গিয়ে ভুয়া মেজর ধরা Logo এত কিছুর পরেও আওয়ামীলীগের শিক্ষা ও পরিবর্তনের কোন লক্ষণ নাই: এবি পার্টি Logo তুরস্কে বিক্ষোভের সংবাদ প্রচারের সময় ৯ সাংবাদিককে গ্রেফতার Logo ব্রিটেনে প্রথমবারের মতো ভেড়ার দেহে বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত Logo গাজায় হত্যাকাণ্ড বন্ধ করতে হবে : ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান Logo সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলি Logo ঈদের পরপরই ঢাকায় চালু হবে অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার Logo ২৬ মার্চ তোপধ্বনিতে স্বাধীনতা দিবসের সূচনা, থাকছে যেসব কর্মসূচি
বাংলাদেশ ও কুয়েত দীর্ঘদিনের বন্ধু

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ-কুয়েত

ঢাকায় নিযুক্ত কুয়েতের নতুন রাষ্ট্রদূত আলী তুনিয়ান আবদুল ওয়াহাব হামাদাহ আজ রবিবার (৯ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে তারা বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অভিবাসী কল্যাণের ওপর গুরুত্বারোপ করে কূটনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানিানো হয়েছে।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে বৃহত্তর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও কুয়েত দীর্ঘদিনের বন্ধু। এখানে অনেক বিনিয়োগের সুযোগ রয়েছে এবং হালাল খাদ্য অন্বেষণ করার জন্য একটি দুর্দান্ত খাত হতে পারে। হালাল খাদ্যের বৈশ্বিক বাজার বিশাল।’

প্রফেসর ইউনূস বলেন, ‘আমি আপনাদের উৎসাহিত করছি এই উদ্যোগে তরুণদের অন্তর্ভুক্ত করুন।’

প্রধান উপদেষ্টা কুয়েতের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ৭-৯ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

তিনি বলেন, ‘সম্মেলনের সময় কুয়েত থেকে বিনিয়োগকারী আনুন। এটা দুই দেশের জন্যই বড় সুযোগ হবে।’

রাষ্ট্রদূত হামাদাহ প্রধানমন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ এবং কুয়েতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান।

তিনি বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

এসময় তাদের মধ্যে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কুয়েত থেকে অপরিশোধিত তেল আমদানি সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশে যৌথ উদ্যোগে অপরিশোধিত তেল শোধনাগারে বিনিয়োগের জন্য কুয়েতের প্রতি আহ্বান জানান এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে সহযোগিতা সম্ভাবনা খতিয়ে দেখতে উপসাগরীয় দেশটির প্রতি আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের, বিশেষ করে নারী শ্রমিকদের জন্য অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি দুই দেশের মধ্যে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতার কথা স্বীকার করেন এবং কুয়েতে কর্মরত বাংলাদেশি সামরিক বাহিনীর সদস্যদের পেশাদারত্বের প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। আমরা বাণিজ্য, জ্বালানি এবং এর বাইরেও সহযোগিতা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।’

 

জনপ্রিয় সংবাদ

সিগারেটে মূল্যস্তর তিনটি হলে রাজস্ব বাড়বে, ব্যবহার কমবে

বাংলাদেশ ও কুয়েত দীর্ঘদিনের বন্ধু

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ-কুয়েত

আপডেট সময় ০৬:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

ঢাকায় নিযুক্ত কুয়েতের নতুন রাষ্ট্রদূত আলী তুনিয়ান আবদুল ওয়াহাব হামাদাহ আজ রবিবার (৯ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে তারা বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অভিবাসী কল্যাণের ওপর গুরুত্বারোপ করে কূটনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানিানো হয়েছে।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে বৃহত্তর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও কুয়েত দীর্ঘদিনের বন্ধু। এখানে অনেক বিনিয়োগের সুযোগ রয়েছে এবং হালাল খাদ্য অন্বেষণ করার জন্য একটি দুর্দান্ত খাত হতে পারে। হালাল খাদ্যের বৈশ্বিক বাজার বিশাল।’

প্রফেসর ইউনূস বলেন, ‘আমি আপনাদের উৎসাহিত করছি এই উদ্যোগে তরুণদের অন্তর্ভুক্ত করুন।’

প্রধান উপদেষ্টা কুয়েতের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ৭-৯ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

তিনি বলেন, ‘সম্মেলনের সময় কুয়েত থেকে বিনিয়োগকারী আনুন। এটা দুই দেশের জন্যই বড় সুযোগ হবে।’

রাষ্ট্রদূত হামাদাহ প্রধানমন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ এবং কুয়েতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান।

তিনি বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

এসময় তাদের মধ্যে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কুয়েত থেকে অপরিশোধিত তেল আমদানি সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশে যৌথ উদ্যোগে অপরিশোধিত তেল শোধনাগারে বিনিয়োগের জন্য কুয়েতের প্রতি আহ্বান জানান এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে সহযোগিতা সম্ভাবনা খতিয়ে দেখতে উপসাগরীয় দেশটির প্রতি আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের, বিশেষ করে নারী শ্রমিকদের জন্য অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি দুই দেশের মধ্যে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতার কথা স্বীকার করেন এবং কুয়েতে কর্মরত বাংলাদেশি সামরিক বাহিনীর সদস্যদের পেশাদারত্বের প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। আমরা বাণিজ্য, জ্বালানি এবং এর বাইরেও সহযোগিতা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।’