ঢাকা , সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সিগারেটে মূল্যস্তর তিনটি হলে রাজস্ব বাড়বে, ব্যবহার কমবে Logo আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরাও টানা ৯ দিন ছুটি পাচ্ছেন Logo ঈদের কেনাকাটা করতে গিয়ে ভুয়া মেজর ধরা Logo এত কিছুর পরেও আওয়ামীলীগের শিক্ষা ও পরিবর্তনের কোন লক্ষণ নাই: এবি পার্টি Logo তুরস্কে বিক্ষোভের সংবাদ প্রচারের সময় ৯ সাংবাদিককে গ্রেফতার Logo ব্রিটেনে প্রথমবারের মতো ভেড়ার দেহে বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত Logo গাজায় হত্যাকাণ্ড বন্ধ করতে হবে : ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান Logo সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলি Logo ঈদের পরপরই ঢাকায় চালু হবে অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার Logo ২৬ মার্চ তোপধ্বনিতে স্বাধীনতা দিবসের সূচনা, থাকছে যেসব কর্মসূচি
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

যমুনার অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, আহত ৬

তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে যমুনার অভিমুখে যাওয়ার সময় পুলিশের জলকামান ও লাঠিচার্জে ছয় জন শিক্ষক আহত হয়েছেন।

আজ বুধবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত ওই শিক্ষকদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত শিক্ষকরা হলেন—নেত্রকোনার প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলাম (৫০), নীলফামারীর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক মিলন (৩৫), গাইবান্ধার শিক্ষক আল-আমিন স্বপন(৩৪), নেত্রকোনার আদর্শ বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল এন্ড কলেজের শিক্ষক আলেয়া আক্তার (৩২), গাইবান্ধার শিক্ষক রিমু আক্তার (৩০) শিক্ষক সিয়াম (৩০)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শাহিনুর ইসলাম জানান, আমরা দীর্ঘদিন যাবত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছিলাম। আমাদের দাবি আদায়ের বিষয়ে ন্যূনতম আশ্বাস না পাওয়ায় আজ আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম। কিন্তু আগে থেকেই কদম ফোয়ারা মোড়ে সতর্ক অবস্থায় ছিল পুলিশ। পরে আমরা মিছিল নিয়ে কদম ফোয়ারার কাছাকাছি গেলে পুলিশ আমাদের বাধা দেয় এবং বলেন এত জন নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার সুযোগ নেই। আমরা এতে রাজি না হলে পুলিশ আমাদের ওপর জল কামাল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে আমাদের ছয় জন শিক্ষক আহত হন। পরে তাদের আমরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ দুপুরে আহত অবস্থায় ওই ছয় শিক্ষককে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। ইতোমধ্যেই কয়েকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। অন্যদের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

 

জনপ্রিয় সংবাদ

সিগারেটে মূল্যস্তর তিনটি হলে রাজস্ব বাড়বে, ব্যবহার কমবে

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

যমুনার অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, আহত ৬

আপডেট সময় ০৬:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে যমুনার অভিমুখে যাওয়ার সময় পুলিশের জলকামান ও লাঠিচার্জে ছয় জন শিক্ষক আহত হয়েছেন।

আজ বুধবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত ওই শিক্ষকদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত শিক্ষকরা হলেন—নেত্রকোনার প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলাম (৫০), নীলফামারীর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক মিলন (৩৫), গাইবান্ধার শিক্ষক আল-আমিন স্বপন(৩৪), নেত্রকোনার আদর্শ বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল এন্ড কলেজের শিক্ষক আলেয়া আক্তার (৩২), গাইবান্ধার শিক্ষক রিমু আক্তার (৩০) শিক্ষক সিয়াম (৩০)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শাহিনুর ইসলাম জানান, আমরা দীর্ঘদিন যাবত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছিলাম। আমাদের দাবি আদায়ের বিষয়ে ন্যূনতম আশ্বাস না পাওয়ায় আজ আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম। কিন্তু আগে থেকেই কদম ফোয়ারা মোড়ে সতর্ক অবস্থায় ছিল পুলিশ। পরে আমরা মিছিল নিয়ে কদম ফোয়ারার কাছাকাছি গেলে পুলিশ আমাদের বাধা দেয় এবং বলেন এত জন নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার সুযোগ নেই। আমরা এতে রাজি না হলে পুলিশ আমাদের ওপর জল কামাল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে আমাদের ছয় জন শিক্ষক আহত হন। পরে তাদের আমরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ দুপুরে আহত অবস্থায় ওই ছয় শিক্ষককে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। ইতোমধ্যেই কয়েকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। অন্যদের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।