ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বিনিয়োগকারীদের একটি টাকাও নষ্ট হয় নাই

আদালতের নির্দেশনা পেলেই টাকা ফেরত দিতে প্রস্তুত: মোহাম্মদ রফিকুল আমীন

  • মো.আবুল হাছান
  • আপডেট সময় ০৮:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

আইনি ধাপ পেরিয়ে আদালতের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ডেসটিনির বিনিয়োগকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন ডেসটিনি গ্রুপের কর্ণধার ড. মোহাম্মদ রফিকুল আমীন।

ডিটুকে গো ডায়মন্ড অ্যাসোসিয়েটের আয়োজনে শুক্রবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বি.এম.এ) অডিটোরিয়ামে এক মিলন মেলা ও ইফতারের মাহফিলে এ কথা বলেন ড. মোহাম্মদ রফিকুল আমীন। ডিটুকে গো ডায়মন্ড হলো ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকদের একটি ছাতা সংগঠন। দীর্ঘ এক যুগ পর ডেসটিনির কর্ণধারকে নিয়ে এ মিলন মেলার আয়োজন করে সংগঠনটি।

নেছার উদ্দিনের সভাপতিত্বে মিলন মেলা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেন, মাননীয় আদালত নির্দেশনা প্রদান করলে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে আমরা প্রস্তুত। বিনিয়োগের অর্থ নষ্ট হয়নি। আদালতের অনুমতি পেলেই এ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

ডেসটিনি ট্রি প্ল্যান্টেশনের বিনিয়োগকারীদের অর্থ ফেরতের বিষয়ে রফিকুল আমীন বলেন, ‘আমার দিক থেকে আমি যা করার সব করছি। আমি অলরেডি মহামান্য হাইকোর্টে আপিল করেছি। আপিল গ্রহণ হয়েছে। জরিমানা ও স্থগিত করা হয়েছে। ঈদের পর আপিলের কার্যক্রম শুরু হবে। সব রেকর্ড (এলসিআর-লোয়ার কোর্ট রিপোট) নিয়ে আসতে বলা হয়েছে। তারপর আইনি প্রক্রিয়ায় যতদিন লাগে…এ আপিলের একটা পর্যায়ে আমরা আদালতকে বলব যে, ইন্টেরিম একটা অর্ডার দেন যাতে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেয়া শুরু করতে পারি। আদালত অর্ডার দিয়ে দিলে আমরা প্রস্তুত আছি, কোনো চিন্তা করবেন না, একটি টাকাও নষ্ট হয় নাই।

ডেসটিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রসঙ্গে বলেন, মাল্টিপারপাসের রায় যেহেতু আরো অনেক আগে…দুই বছর আগে.. তাই আমরা অনেক এগিয়ে আছি। আপিলও গ্রহণ করা হয়েছে, জরিমানা বন্ধ হয়েছে, আমাকে জামিনও দিয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে সম্পত্তি ফিরিয়ে দিলে, যে কোনো সময় আমরা টাকা দেওয়া শুরু করে দিতে পারব। এমনকি এটা এই মাসে ঘটলে এই মাস থেকেই টাকা ফেরত প্রক্রিয়া শুরু করা সম্ভব।

রফিকুল আমীন বলেন, আমি ও আমরা দীর্ঘ বারোটি বছর ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে কোনো প্রকার ন্যায় বিচার পাইনি। দুদক শুধুমাত্র বিভিন্ন তালবাহানা করে আমাদের প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে এবং আমাদের জেলে আটকে রেখে বারোটি বছর আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে।

বর্তমানে দেশে সুবিচার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে রফিকুল আমীন বলেন, এখন সুবিচার পাব আমার বিশ্বাস, সরকারও ব্যবসাবান্ধব। প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে ডেসটিনির অবস্থান তুলে ধরা হবে বলেও জানান তিনি।

এর আগে বিকাল চারটায় বিএম অডিটোরিয়ামে রফিকুল আমিন উপস্থিত হলে বিভিন্ন জেলা থেকে আগত বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকরা হাততালি দিয়ে তাকে বরণ করেন। বক্তব্যে তিনি ডেসটিনির ব্যবসার মৌলগত ধারণাও সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন বিনিয়োগকারীদের কাছে।

তিনি বলেন, ‘আগে আমাদের মার্কেটিং প্ল্যান ছিল থ্রিজি এখন হয়েছে সিক্স জি । জেলখানায় থাকা অবস্থায় আমি বর্তমান সময়োপযোগী একটি মার্কেটিং প্ল্যান তৈরি করেছি ডেসটিনির ৪৫ লক্ষ বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকদের জন্য।’

আলোচনা শেষ পর্যায়ে তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের চারটা গুণ খুঁজে পাওয়া গেছে। এই চারটি গুণ যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে আপনারা সফল। আপনাদের প্রথম গুণ আপনারা ভীষণ ধৈর্যশীল। দ্বিতীয় গুণ আপনারা দারুণ স্বপ্নবাজ, তৃতীয় গুণ হচ্ছে আপনারা পরিকল্পনা মাফিক কাজ করেন, পরিকল্পনা অধিক আপনি চেইন অফ কমান্ড মেনে কাজ করেন এটা অনেক বড় গুণ। আপনাদের চার নাম্বার গুণ হচ্ছে আপনারা ডেসটিনিকে সবাই ওউন করেন, প্রতিষ্ঠানটা যে আপনাদের।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডায়মন্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, ফিরোজ আলম টিপু, পিএসডি ও দৈনিক ডেসটিনির ব্যবস্থাপনা সম্পাদক মো. আবুল হাছান, পিএসডি ও ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাবেক সাধারণ সম্পাদক আজম আলী, পিএসডি এস এম আলাউদ্দীন, পিএসডি শাহ জালাল আনসারী ও মো. আরিফ হোসেন-সহ আর বিভিন্ন পর্যায়ের দুর্দিনের লিডার বৃন্দগণ।

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগকারীদের একটি টাকাও নষ্ট হয় নাই

আদালতের নির্দেশনা পেলেই টাকা ফেরত দিতে প্রস্তুত: মোহাম্মদ রফিকুল আমীন

আপডেট সময় ০৮:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

আইনি ধাপ পেরিয়ে আদালতের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ডেসটিনির বিনিয়োগকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন ডেসটিনি গ্রুপের কর্ণধার ড. মোহাম্মদ রফিকুল আমীন।

ডিটুকে গো ডায়মন্ড অ্যাসোসিয়েটের আয়োজনে শুক্রবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বি.এম.এ) অডিটোরিয়ামে এক মিলন মেলা ও ইফতারের মাহফিলে এ কথা বলেন ড. মোহাম্মদ রফিকুল আমীন। ডিটুকে গো ডায়মন্ড হলো ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকদের একটি ছাতা সংগঠন। দীর্ঘ এক যুগ পর ডেসটিনির কর্ণধারকে নিয়ে এ মিলন মেলার আয়োজন করে সংগঠনটি।

নেছার উদ্দিনের সভাপতিত্বে মিলন মেলা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেন, মাননীয় আদালত নির্দেশনা প্রদান করলে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে আমরা প্রস্তুত। বিনিয়োগের অর্থ নষ্ট হয়নি। আদালতের অনুমতি পেলেই এ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

ডেসটিনি ট্রি প্ল্যান্টেশনের বিনিয়োগকারীদের অর্থ ফেরতের বিষয়ে রফিকুল আমীন বলেন, ‘আমার দিক থেকে আমি যা করার সব করছি। আমি অলরেডি মহামান্য হাইকোর্টে আপিল করেছি। আপিল গ্রহণ হয়েছে। জরিমানা ও স্থগিত করা হয়েছে। ঈদের পর আপিলের কার্যক্রম শুরু হবে। সব রেকর্ড (এলসিআর-লোয়ার কোর্ট রিপোট) নিয়ে আসতে বলা হয়েছে। তারপর আইনি প্রক্রিয়ায় যতদিন লাগে…এ আপিলের একটা পর্যায়ে আমরা আদালতকে বলব যে, ইন্টেরিম একটা অর্ডার দেন যাতে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেয়া শুরু করতে পারি। আদালত অর্ডার দিয়ে দিলে আমরা প্রস্তুত আছি, কোনো চিন্তা করবেন না, একটি টাকাও নষ্ট হয় নাই।

ডেসটিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রসঙ্গে বলেন, মাল্টিপারপাসের রায় যেহেতু আরো অনেক আগে…দুই বছর আগে.. তাই আমরা অনেক এগিয়ে আছি। আপিলও গ্রহণ করা হয়েছে, জরিমানা বন্ধ হয়েছে, আমাকে জামিনও দিয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে সম্পত্তি ফিরিয়ে দিলে, যে কোনো সময় আমরা টাকা দেওয়া শুরু করে দিতে পারব। এমনকি এটা এই মাসে ঘটলে এই মাস থেকেই টাকা ফেরত প্রক্রিয়া শুরু করা সম্ভব।

রফিকুল আমীন বলেন, আমি ও আমরা দীর্ঘ বারোটি বছর ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে কোনো প্রকার ন্যায় বিচার পাইনি। দুদক শুধুমাত্র বিভিন্ন তালবাহানা করে আমাদের প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে এবং আমাদের জেলে আটকে রেখে বারোটি বছর আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে।

বর্তমানে দেশে সুবিচার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে রফিকুল আমীন বলেন, এখন সুবিচার পাব আমার বিশ্বাস, সরকারও ব্যবসাবান্ধব। প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে ডেসটিনির অবস্থান তুলে ধরা হবে বলেও জানান তিনি।

এর আগে বিকাল চারটায় বিএম অডিটোরিয়ামে রফিকুল আমিন উপস্থিত হলে বিভিন্ন জেলা থেকে আগত বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকরা হাততালি দিয়ে তাকে বরণ করেন। বক্তব্যে তিনি ডেসটিনির ব্যবসার মৌলগত ধারণাও সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন বিনিয়োগকারীদের কাছে।

তিনি বলেন, ‘আগে আমাদের মার্কেটিং প্ল্যান ছিল থ্রিজি এখন হয়েছে সিক্স জি । জেলখানায় থাকা অবস্থায় আমি বর্তমান সময়োপযোগী একটি মার্কেটিং প্ল্যান তৈরি করেছি ডেসটিনির ৪৫ লক্ষ বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকদের জন্য।’

আলোচনা শেষ পর্যায়ে তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের চারটা গুণ খুঁজে পাওয়া গেছে। এই চারটি গুণ যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে আপনারা সফল। আপনাদের প্রথম গুণ আপনারা ভীষণ ধৈর্যশীল। দ্বিতীয় গুণ আপনারা দারুণ স্বপ্নবাজ, তৃতীয় গুণ হচ্ছে আপনারা পরিকল্পনা মাফিক কাজ করেন, পরিকল্পনা অধিক আপনি চেইন অফ কমান্ড মেনে কাজ করেন এটা অনেক বড় গুণ। আপনাদের চার নাম্বার গুণ হচ্ছে আপনারা ডেসটিনিকে সবাই ওউন করেন, প্রতিষ্ঠানটা যে আপনাদের।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডায়মন্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, ফিরোজ আলম টিপু, পিএসডি ও দৈনিক ডেসটিনির ব্যবস্থাপনা সম্পাদক মো. আবুল হাছান, পিএসডি ও ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাবেক সাধারণ সম্পাদক আজম আলী, পিএসডি এস এম আলাউদ্দীন, পিএসডি শাহ জালাল আনসারী ও মো. আরিফ হোসেন-সহ আর বিভিন্ন পর্যায়ের দুর্দিনের লিডার বৃন্দগণ।