কক্সবাজারে ডেসটিনি আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজিত হয়েছে। ডেসটিনি হোটেলে শুত্রুবার ডিএসএমএফ ব্লু কক্সবাজার জেলার আয়োজনে সমসাময়িক নানা বিষয়ে এ আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সভা ও মাহফিল শুরু হয়।
ডিএসএমএফ ব্লু কক্সবাজার জেলার প্রধান সাজেদুর রহমান রিপনের সভাপতিত্বে ও জেলার সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহবায়ক আবু আলম।
স্বাগত বক্তব্যে আবু আলম বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বিগত ১২ বছর ধরে ডেসটিনি হোটেল পাহারা দিয়ে যাচ্ছি। ডেসটিনি হোটেল রক্ষা করতে গিয়ে অনেক হামলা নির্যাতনের শিকার হয়েছি।
বিগত সরকারের সময় র্যাবের প্রধান বেনজির চেয়েছিল ডেসটিনি হোটেল দখলে নিতে। তৎকালীন ডেসটিনি সিইও এবং ডেসটিনি সোশাল মিডিয়া ফোরাম ব্লু প্রধান মোশাররফ হোসেন কেন্দ্রীয় নির্বাহী মিল্লাত উর রহমানের নেতৃত্ব বেনজিরের চত্রুান্ত বানচাল করে ডেসটিনি হোটেলকে রক্ষা করি।
মাহফিলের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রধান নূর নাহার বেগম। তিনি বলেন, ডেসটিনি এমডি চেয়ারম্যান দীর্ঘ ১২ বছর পর কারাগার হতে বের হয়ে যে ওয়াদা করেছিলেন, তার লক্ষ্য কাজ করে যাচ্ছেন। গ্রাহকের বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার জন্য আদালতে আবেদন করবেন। আদালতের নির্দেশনা পাওয়া গেলে আর ব্যাংক হিসাব খুলে দিলে টাকা ফেরত দেওয়া শুরু করবে। তাই আমাদের সবাইকে সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে।
সভাপতির বক্তব্যে সাজেদুর রহমান রিপন উপস্থিত ডেসটিনির সকল বিনিয়োগকারী-ত্রেতা-পরিবেশকদের ধন্যবাদ জানিয়ে ডিএসএমএফ ব্লু কক্সবাজার জেলার সকল থানা প্রধানদের সাংগঠনিক কাজ বণ্টন করে দেন।
সবশেষে ডেসটিনি এমডি চেয়ারম্যানের জন্য দোয়া চেয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়। দোয়া পরিচালনা করেন, হাফেজ আবচার কামাল।
এ ছাড়া অন্যান্য অতিথি বক্তারা বলেন, ডেসটিনি দুর্দিনের এমডি-চেয়ারম্যানকে আর্থিক সাপোর্ট, সারাদেশে মানববন্ধনসহ ডেসটিনি সম্পদ রক্ষায় এই সংগঠনের ভূমিকা ছিল অপরিসীম। এখনো ডিএসএমএফ ব্লু ডেসটিনি এমডি চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে কাজ করে যাচ্ছে।
এছাড়াও ডেসটিনির সব কর্মকাণ্ড সফলভাবে পরিচালনায় সবাইকে সংগঠনের ফরম পূরণ করে অনলাইনে সদস্যপদ সচল করার অনুরোধ জানান বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহবায়ক আবদুল মান্নান ও আবদুল আউয়াল রোক, চট্টগ্রাম জেলা চান্দঁগাও থানা প্রধান সাইফুল ইসলাম, হাটহাজারী থানা প্রধান সাহাজান। কক্সবাজার জেলা নির্বাহীদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল হালিম, শওকত ইসলাম, জয়নাল আবেদীন, রেজাউল করিম, মো. রাশেদ, আবচার কামাল, মোস্তফা কামাল,জাফর আলম প্রমুখ।