ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার চীন সফর মাইলফলক হবে: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর মাইলফলক হবে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যকে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত ওয়েন বলেন, প্রধান উপদেষ্টার সফর নিয়ে আমরা খুব আন্তরিকভাবে কাজ করছি। অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। এই সফর দুই দেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। কেননা এই সফরকে কেন্দ্র করে চীনের সঙ্গে আরও গভীর অর্থনৈতিক সহযোগিতার দিকে নজর দিতে পারে। এতে উভয় দেশ লাভবান হওয়ার পাশাপাশি আসতে পারে বড় ধরনের ঘোষণা।

আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে এই সফর ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার, চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহী উভয় দেশ।

প্রধান উপদেষ্টার সফরে দৃষ্টি থাকবে ভারত-যুক্তরাষ্ট্রের- এ নিয়ে চীনের মন্তব্য জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, সফরটি খুব ফলদায়ক হবে। বাংলাদেশ-চায়নার উপকার বা লাভ কীসে হবে- সেটাই আমাদের উদ্দেশ্য।

প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বেইজিংয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া আমাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে। আমরা চীনের কাছ থেকে আরও বিনিয়োগ চাই এবং সেখানে আমাদের পণ্যের রফতানি বাড়ানোর পরিকল্পনা করছি।

এছাড়া প্রধান উপদেষ্টার চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সঙ্গে বৈঠক হতে পারে। ২৮ মার্চ বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস। একই দিনে হুয়াই কোম্পানির উচ্চপ্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন। ২৯ মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য দেবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার চীন সফর মাইলফলক হবে: রাষ্ট্রদূত

আপডেট সময় ০৩:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর মাইলফলক হবে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যকে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত ওয়েন বলেন, প্রধান উপদেষ্টার সফর নিয়ে আমরা খুব আন্তরিকভাবে কাজ করছি। অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। এই সফর দুই দেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। কেননা এই সফরকে কেন্দ্র করে চীনের সঙ্গে আরও গভীর অর্থনৈতিক সহযোগিতার দিকে নজর দিতে পারে। এতে উভয় দেশ লাভবান হওয়ার পাশাপাশি আসতে পারে বড় ধরনের ঘোষণা।

আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে এই সফর ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার, চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহী উভয় দেশ।

প্রধান উপদেষ্টার সফরে দৃষ্টি থাকবে ভারত-যুক্তরাষ্ট্রের- এ নিয়ে চীনের মন্তব্য জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, সফরটি খুব ফলদায়ক হবে। বাংলাদেশ-চায়নার উপকার বা লাভ কীসে হবে- সেটাই আমাদের উদ্দেশ্য।

প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বেইজিংয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া আমাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে। আমরা চীনের কাছ থেকে আরও বিনিয়োগ চাই এবং সেখানে আমাদের পণ্যের রফতানি বাড়ানোর পরিকল্পনা করছি।

এছাড়া প্রধান উপদেষ্টার চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সঙ্গে বৈঠক হতে পারে। ২৮ মার্চ বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস। একই দিনে হুয়াই কোম্পানির উচ্চপ্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন। ২৯ মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য দেবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।