ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নিভে গেছে সুন্দরবনের আগুন

নিভে গেছে সুন্দরবনে লাগা আগুন। গত রবিবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আওতাধীন গুলিশাখালীতে আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ওই দিন দিনভর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এরপর রবিবার রাত থেকে পানি দিয়ে আগুন নেভানোর কাজ করতে থাকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। কাজ করেন বনবিভাগ ও গ্রামবাসীরা।

গত সোমবার সকাল থেকে আবারো সকলের নিরলস প্রচেষ্টায় বিকাল পৌনে ৩টার দিকে গুলিশাখালীর আগুন পুরোপুরি নিভে যায়। তারপরও ওই এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোথাও কোনও ধোঁয়া দেখা গেলে সেখানে পানি স্প্রে করা হচ্ছে। এভাবে আরও দীর্ঘ সময় ধরে চলে পানি স্প্রের কাজ।

এর আগে, শনিবার দুপুরে বনের কলমতেজী এলাকায় লাগা আগুন নিভেছে রবিবারই। আর রবিবার সকালে লাগা আগুন নিভেছে সোমবার বিকালে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন, ‘গুলিশাখালীতে লাগা আগুন সোমবার বিকালে পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। তারপরও বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আরও সময় নিয়ে পানি ছিটানো হচ্ছে যাতে নতুন করে আগুনে সূত্রপাত না ঘটে। আর কলমতেজীতেও এখন আর কোনও আগুনের অস্তিত্ব নেই।’

জনপ্রিয় সংবাদ

নিভে গেছে সুন্দরবনের আগুন

আপডেট সময় ০৫:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

নিভে গেছে সুন্দরবনে লাগা আগুন। গত রবিবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আওতাধীন গুলিশাখালীতে আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ওই দিন দিনভর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এরপর রবিবার রাত থেকে পানি দিয়ে আগুন নেভানোর কাজ করতে থাকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। কাজ করেন বনবিভাগ ও গ্রামবাসীরা।

গত সোমবার সকাল থেকে আবারো সকলের নিরলস প্রচেষ্টায় বিকাল পৌনে ৩টার দিকে গুলিশাখালীর আগুন পুরোপুরি নিভে যায়। তারপরও ওই এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোথাও কোনও ধোঁয়া দেখা গেলে সেখানে পানি স্প্রে করা হচ্ছে। এভাবে আরও দীর্ঘ সময় ধরে চলে পানি স্প্রের কাজ।

এর আগে, শনিবার দুপুরে বনের কলমতেজী এলাকায় লাগা আগুন নিভেছে রবিবারই। আর রবিবার সকালে লাগা আগুন নিভেছে সোমবার বিকালে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন, ‘গুলিশাখালীতে লাগা আগুন সোমবার বিকালে পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। তারপরও বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আরও সময় নিয়ে পানি ছিটানো হচ্ছে যাতে নতুন করে আগুনে সূত্রপাত না ঘটে। আর কলমতেজীতেও এখন আর কোনও আগুনের অস্তিত্ব নেই।’