বিশ্বব্যাপী ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের অংশ হিসেবে বরিশালে গতকাল জলবায়ু ধর্মঘট ও পদযাত্রার আয়োজন করেছে ইয়ুথনেট গ্লোবাল। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ ও নবায়নযোগ্য শক্তির প্রসারের দাবিতে এই কর্মসূচিতে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের শতাধিক তরুণ জলবায়ু কর্মী।
গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে একই স্থানে এসে মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে শেষ হয়।
রঙিন ব্যানার, পোস্টার ও জোরালো স্লোগানে মুখরিত ছিল সমাবেশস্থল। ভুয়া সমাধান নয়, নবায়নযোগ্য শক্তি চাই এই মূল স্লোগানে তরুণরা জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে এবং একটি টেকসই ভবিষ্যতের পক্ষে অবস্থান জানান।
সমাবেশে বক্তারা বলেন, সরকার ঘোষিত সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা (আইইপিএমপি) বাস্তবায়িত হলে দেশে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা বাড়বে, যা জলবায়ু সংকটকে আরও ঘনীভূত করবে। তাই এটি অবিলম্বে সংশোধন করে পরিবেশবান্ধব, স্বচ্ছ ও নবায়নযোগ্য শক্তিনির্ভর পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ বলেন, আমাদের ভবিষ্যৎ যেন জীবাশ্ম জ্বালানির মুনাফার জন্য বিসর্জিত না হয়। এখনই সময় নবায়নযোগ্য শক্তিকে প্রাধান্য দিয়ে একটি ন্যায্য শক্তি পরিকল্পনা গড়ে তোলার। বরিশাল রাইট একাডেমির কর্মকর্তারা মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।
পরিবেশ অধিদপ্তর বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং পরিবেশবাদী সংগঠন বেলা বরিশালের সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। এর মোকাবেলায় তরুণদের এই উদ্যোগ আমাদের আশা জাগায়।
ইয়ুথনেট গ্লোবাল বরিশাল জেলার জেলা সমন্বয়ক মোঃ মিলন বলেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করে বাংলাদেশকে অর্থ ও প্রযুক্তিগত সহায়তা দিতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মতো দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া জলবায়ু ঋণ নিঃশর্তভাবে মওকুফ করার দাবিও জানাচ্ছি।
ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান বলেন, জলবায়ু সংকটকে বিবেচনায় রেখে আমাদের শক্তি পরিকল্পনা তৈরি করতে হবে। আইইপিএমপিতে স্বার্থান্বেষী গোষ্ঠীর সুবিধা নিশ্চিত না করে দরকার একটি ন্যায্য, স্বচ্ছ ও স্থানীয় বাস্তবতার প্রতিফলন ঘটানো পরিকল্পনা।
তিনি আরও বলেন, আমাদের ভবিষ্যৎ জীবাশ্ম জ্বালানির মুনাফার জন্য বিক্রি করা চলবে না। নবায়নযোগ্য শক্তির প্রসারই একমাত্র টেকসই পথ।
উল্লেখ্য, ‘ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ গ্রুপ’ ও ‘ইয়ুথনেট গ্লোবাল’-এর আয়োজনে একই দিনে দেশের ৫০টি জেলায় একযোগে এই কর্মসূচি পালিত হয়েছে, যেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।