নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে আছান মিয়া (৫০) নামে এক প্রাণ কোম্পানির ড্রাইভার নিহত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঘোড়াশালে এ ঘটনা ঘটে। নিহত আছান মিয়া পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
এ বিষয় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, সাড়ে দশটার দিকে মোটরসাইকেল করে তিনজন দুর্বৃত্ত এসে গুলি করে আছান মিয়াকে পরে তারা পালিয়ে যায়, ধারণা করা হচ্ছে পূর্বের শত্রুতার কারনে এ ঘটনা ঘটে থাকতে পারে।
আমরা তদন্ত করছি পরে বিস্তারিত বলা যাবে। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো মামলা করা হয় নাই, যদি নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।