ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় ইমরান (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাগল ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের খন্দকার রফিকুল ইসলামের ছেলে। তিনি চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ইমরান মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ছাগল ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাটাহাম্বার তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, লাটাহাম্বার ধাক্কায় এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই লাটাহাম্বার চালক পালিয়ে যান।

মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি আরও জানান।

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় ০২:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় ইমরান (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাগল ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের খন্দকার রফিকুল ইসলামের ছেলে। তিনি চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ইমরান মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ছাগল ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাটাহাম্বার তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, লাটাহাম্বার ধাক্কায় এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই লাটাহাম্বার চালক পালিয়ে যান।

মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি আরও জানান।