ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মিলাদ মাহফিল ও কেক কেটে দেশের প্রথম প্রাইভেট বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংকের এর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার পৌর এলাকার কলেজ রোডে ঈশ্বরগঞ্জ উপ-শাখার কার্যালয়ে ৪৩ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালনের আয়োজন করে।
ঈশ্বরগঞ্জ উপ-শাখার সাব ব্রাঞ্চ ম্যানাজার মো. আতিকুল রহমান জুয়েল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইসহাক, সদস্য ফয়সল আহমেদ, বিশিষ্ট আইনজীবী শেখর রঞ্জন ভদ্র, বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ কুমার শাহা, মো. আবুল মনসুর, উক্ত ব্যাংকের কর্মকর্তার-কর্মচারীবৃন্দ ও গ্রাহকবৃন্দ।
এসময় ঈশ্বরগঞ্জ উপ-শাখার সাব ব্রাঞ্চ ম্যানাজার মো. আতিকুল রহমান জুয়েল বলেন, সাফল্য, অগ্রগতি, গ্রাহক সন্তুষ্টি এবং প্রবৃদ্ধির ৪৪ বছর পার করলো এবি ব্যাংক। ব্যাংকটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছিলো ১৯৮২ সালের ১২ এপ্রিল। এরই মধ্যে বেসরকারি খাতের বিকাশের পাশাপাশি দেশের অর্থনীতিতে ব্যাংকটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে।